তাহিরপুরে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ৫:১৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২১

তাহিরপুরে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

 

তাহিরপুরপ্রতিনিধি ::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বাদাঘাট বাজারে ৬ মুক্তিযোদ্ধার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
তাহিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মুজাহিদ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা আমির উদ্দিন, মুক্তিযোদ্ধা আলখাছ উদ্দিন, মুক্তিযোদ্ধা যাদু মিয়া, মুক্তিযোদ্ধা জলিল খান, মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা নওশাদ মিয়া, মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ প্রমুখ।
বক্তারা বলেন,অনৈতিক সুবিধা না দেওয়ায় গেজেটভুক্ত ৬ মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে অপপ্রচার চালানো হচ্ছে। যা অত্যান্ত নিন্দনীয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
প্রসঙ্গতঃ গত রবিবার তাহিরপুর উপজেলার ৬ বীর মুক্তিযোদ্ধাকে অ- মুক্তিযোদ্ধা দাবি করে তাহিরপুর উপজেলা সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মূখে তাহিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার রৌজ আলীর নেতৃত্বে মানববন্ধন করেছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডের অপর একটি অংশ। এরই প্রতিবাদে আজ বুধবার মানববন্ধন কর্মসূচি পালন করেন ৬ বীর মুক্তিযোদ্ধা সহ অন্যান্য মুক্তিযোদ্ধাগণ।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV