তাহিরপুরে শহীদ বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্ভোধন

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২০

তাহিরপুরে শহীদ বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্ভোধন

 

শফিকুল ইসলাম স্বাধীন::

সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের স্মৃতি রক্ষা ও সমুন্নত রাখার উদ্দ্যেশ্যে সুনামগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশনায় ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় নির্মিত হতে যাচ্ছে শহীদ বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম স্মৃতিস্তম্ভ।

বুধবার বিকেলে এ স্মৃতিস্তম্ভের শুভ উদ্ভোধন করেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুল ও তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।

এ সময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুছ ছোবাহান আখঞ্জি, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশার, উপ-সহকারী প্রকৌশলী ফজলুল হক,আওয়ামীলীগ নেতা সেলিম আখঞ্জি, শাহীন রেজা, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ, আবুল কাশেম।

১৯৭১ সালের ২৭ নভেম্বর তারিখে তাহিরপুরের তৎকালীন কাছারী অফিস(বর্তমানে তহশীল অফিস) এর সামনে পাক হানাদার বাহিনীর সাথে সম্মূখ সমরে শহীদ হন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV