“”তাহিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলী আহামদ এ-র ঈদ শুভেচ্ছা””

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২০

“”তাহিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী  আলী আহামদ এ-র ঈদ শুভেচ্ছা””

শফিকুল ইসলাম স্বাধীন::(তাহিরপুর প্রতিনিধি)::
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দেশ বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিশিষ্ট কয়লা ব্যবসায়ী ও সমাজসেবক তাহিরপুর উপজেলা সদর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলী আহামদ এ-র ঈদ শুভেচ্ছা।

এক শুভেচ্ছা বার্তায় তিনি দেশ ও দেশের বাহিরে অবস্থানরত এবং তাহিরপুর সদর ইউনিয়নের সর্বস্তরের জনগণ সহ সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আল্লাহর প্রতি অকৃত্রিম ভালোবাসা ও ত্যাগের আদর্শ আমাদের ব্যক্তি সমাজ জীবনে প্রতিফলিত হলেই পারস্পরিক হিংসা-বিদ্বেষ কমে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে।

কোরবানীর মর্ম অনুধাবন করে সমাজে শান্তি, সৌহার্দ্য ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগ স্বীকারের মানসিকতায় উজ্জীবিত হতে হবে।

ত্যাগের মনোভাবকে প্রসারিত করতে হবে আমাদের কর্ম ও চিন্তায়। ইসলাম ধর্মের মূল বাণী হচ্ছে মানব কল্যাণ।

পবিত্র ঈদ-উল-আযহা মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.)কে কোরবানি করতে উদ্যোগী হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা, আনুগত্য ও আত্মত্যাগের যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন তা অতুলনিয়।

মহান আল্লাহ তাআলা আমাদের সবার জীবনে ঈদের খুশি পূণর্তা দান করুন এই দোয়া করি। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, সীমিত পরিসরে হলেও একটি মানুষও যেন বঞ্চিত না হয় আনন্দ থেকে।

পবিত্র ঈদ-উল-আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি।

তিনি আরো বলেন, বিশ্বব্যাপী প্রাণঘাতি মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯)’র ভয়াবহ সংক্রমণ ও বন্যায় পানি বন্দি হয়ে দুটি মিলে মানুষ যখন দিশেহারা ঠিক সেই মুহূর্তে পবিত্র ঈদ-উল-আযহা আমাদের দ্বারে সমাগত।

তাই সামাজিক দুরত্ব বজায় রেখে সরকারের প্রতিটি আদেশ নিষেধ মেনেই আমরা সকলেই এবারের পবিত্র ঈদু-উল-আযহা উদযাপন করবো।

তাহিরপুর সদর ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে খোঁজখবর নিয়ে দেখা যায় কোভিড ১৯ মহামারী করোনা ভাইরাসে সাধারণ মানুষ অভাব-অনটনে থাকা হতদরিদ্র মানুষেকে আর্থিক সহযোগিতা করেছেন তিনি এবং
বন্যায় পানিবন্দি মানুষের খোঁজখবর নেন ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন সমাজ সেবক আলী আহামদ।

তাহিরপুর সদর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আবারও “ঈদ মোবারক ও তাহিরপুর সদর ইউনিয়নের সকল জনগণের সুস্বাস্থ্য কামনা করি এবং জনগণের পাশে আছি পাশে থাকব ইনশাআল্লাহ।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV