তাহিরপুরে সামাজিক ছাত্র সংগঠন (RCA)এ-র পূর্ণাঙ্গ কমিটি গঠন

প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২০

তাহিরপুরে সামাজিক ছাত্র সংগঠন (RCA)এ-র পূর্ণাঙ্গ কমিটি গঠন

শফিকুল ইসলাম স্বাধীন(তাহিরপুর প্রতিনিধি)ঃ

সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার সর্ব বৃহৎ সংগঠন রিজিওনাল কো-অপারেটিভ এসোসিয়েশন (RCA) এ-র ২০২০ -২০২১ অর্থ দুই বছরে পূর্ণাঙ্গ কমিটি গঠন।

৭ ই জুলাই শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের সমনে এক সমাসের মাধ্যমে সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিতিতে
(RCA) এ-র সভাপতি সম্পাদক সহ একক পদবী নির্বাচিত করেন।

চলতি বছর সহ ২০২১ সাল পর্যন্ত নব নির্বাচিত করেন।

কমিটির সভাপতি দ্বীন ইসলাম
সাধারণ সম্পাদক মোক্তার হোসেন
সাংগঠনিক সম্পাদক কাউছার আলম ও
অর্থ সম্পাদক আমির হোসেন কে নির্বাচিত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ১.সজিব আহম্মেদ সজল ২. প্রনয় পাল ৩. মোক্তার আবেদিন রাজু ৪. লিপটন পাল।এবং আরও উপস্থিত ছিলেন সংগঠনের স্থানীয় কমিটির সদস্য ও কার্যকারি কমিটির সদস্য বৃন্দ।

এসময় সভাপতি বলেন কোভিড ১৯ মহামারী করোনা ভাইরাস এই দুঃসময়ে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো ও সংগঠনের নিজস্ব অর্থায়নে প্রতি বছরই শীতকালীন অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এবং অসহায় দরিদ্র ছাত্র-ছাত্রীদেরকে বই খাতা কলম দেয়াসহ অর্থ দিয়ে সহযোগিতা করা।

সামাজিক দূরত্ব বজায় রেখে কমিটির কাজ সমাপ্তি করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV