তাহিরপুরে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:৩৭ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০২০

তাহিরপুরে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

 

তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়নন অভীষ্ট বাস্তবায়ন বিষয়কক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যপী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন (ভার্চুয়ালী) সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহের সভাপতিত্বে সহকারী কমিশনার ভূমি সৈয়দ আমজাদ হোসেন এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুল,সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য সেলিনা আবেদীন,তাহিরপুর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,উপজেলা কৃষি কর্মকর্তা মো.হাসান-উদ-দৌলা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইকবাল হোসেন প্রমূখ । সভায় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা,সাংবাদিক ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV