তাহিরপুরে ১২শ পরিবারের মধ্যে ওয়ার্ল্ড ভিশনের স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১১:২৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১৬, ২০২০

তাহিরপুরে ১২শ পরিবারের মধ্যে ওয়ার্ল্ড ভিশনের স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য সামগ্রী বিতরণ

 

শফিকুল ইসলাম স্বাধীন,তাহিরপুর প্রতিনিধি::

সুনামগঞ্জের তাহিরপুরে বন্যায় ক্ষতিগ্রস্থ ১২শ পরিবারের মধ্যে ওয়ার্ল্ড ভিশনের স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।হংকং এর সহযোগীতায় উপজেলার তাহিরপুর সদর, বালিজুড়ি, বাদাঘাট ও উত্তর বড়দল ইউনিয়নের তালিকাভূক্ত ১২শ পরিবারের মধ্যে এ সুবিধা প্রধান করা হয়। বিতরণ সামগ্রীর মধ্যে ছিল হাত ধোয়ার জন্য ঢাকনা ও ট্যাপসহ বালতি, প্লাষ্টিকের মগ, গোছলের সাবান, কাপড় কাঁচার ডিটারজেন্ট, স্যানিটারী প্যাড, ১০টি মাস্ক, ২০ কেজি চাল, আড়াই কেজি ডাল, আড়াই লিটার সয়াবিন, ১ কেজি চিড়া, আধা কেজি লবন, আধা কেজি চিনি, আড়াই কেজি মুগ ডাল, আড়াই কেজি ছোলা ডাল।সবমিলে মাথাপিছু ৪ হাজার টাকা মূল্যের মালামাল প্রদান করা হয়।

সোমবার দুপুরে তাহিরপুর সদর ওয়ার্ল্ড ভিশন কার্যালয় প্রাঙ্গনে বিতরণ অনুষ্টানের দীপক বৈরাগীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা প্রেস ক্লাব সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, প্রেসক্লাব সহ-সভাপতি বাবরুল হাসান বাবলু, ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এপি ম্যানেজার বিভূদান বিশ্বাস, সংগঠক এন্থনি রংদি প্রমূখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV