তাহিরপুর ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর মধ্যে সৌর প্যানেল বিতরণ

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২০

তাহিরপুর ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর মধ্যে সৌর প্যানেল বিতরণ

তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর জনগোষ্ঠীর মধ্যে সরকারি সৌরবিদ্যুৎ প্যানেল বিতরণ করা হয়েছে । সোমবার বিকেলে রাজাই গ্রামে খাসিয়া রাজা ইউক্লিবি সিমের ছেলে এন্ড্রু সলোমারের বাড়িতে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট শামীমা শাহরিয়ার এমপি হতদরিদ্র ২ টি ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর পরিবারের মধ্যে ১২টি সোলার প্যানেল বিতরণ করেন।
তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্তে গারো, খাসিয়া, হাজংসহ ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠী কয়েক শ বছর ধরে বসবাস করে আসছে। সীমান্ত এলাকায় বাসবাস করায় ও ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠী হওয়ায় এবং জাতি গত বেদ থাকার করনে তারা সরকারের বিভিন্ন সহায়তা থেকে বঞ্চিত থাকেন।,যার ফলে স্থানীয় সংসদ সদস্য শামীমা শাহরিয়ার পিছিয়ে থাকা এইসব জনগোষ্ঠীর হতদরিদ্র পরিবারের খুঁজে বেরকরে সোমবার তিনি সীমান্ত এলাকায় গিয়ে নিজের হাতে ১২ টি সৌরবিদ্যুৎ প্যানেল তোলে দেন। এ সময় সৌরবিদ্যুৎ প্যানেল বিতরণ শেষ সংক্ষিপ্ত
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা শাহরিয়ার। এসময় উপস্থিত ছিলেন, আদিবাসী নেতা এন্ড্রু সলোমার, উত্তম স্নাল, মিখায়েল দিও প্রমুখ।
ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর লোকজন সংসদ সদস্যকে উত্তরীয় পড়িয়ে দিয়ে নিজেদের সাংস্কৃতিক কার্যক্রম পরিবেশন করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV