তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপের বার্ষিক সাধারন সভা অনুষ্টিত

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২১

তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপের বার্ষিক সাধারন সভা অনুষ্টিত

 

তাহিরপুর প্রতিনিধি :: সুনামগঞ্জ জেলার তাহিরপুরে কয়লা আমদানীকারক গ্রুপের বার্ষিক সাধারন সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সীমান্তের শহীদ সিরাজলেক (নীলাদ্রি লেক) এ অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপের সভাপতি হাজী আলখাছ উদ্দিন খন্দকারের সভাপতিত্বে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবুল খায়ের ও গ্রুপের সচিব রাজেস তালুকদারের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুল আলম, বাষিক প্রতিবেদন পেশ করেন গ্রুপের সাধারন সম্পাদক হাজী মোশারফ হোসেন। নীরিক্ষিত হিসাব ও ২০২১ সনের সম্ভাব্য বাজেট পেশ করেন যুগ্ম সাধারন সম্পাদক নিজাম উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অমল কান্তি কর, কয়লা আমদানী কারক স্বপন কুমার দাস প্রমূখ।বিগত বছর করোনার কারণে সাধারন সভা অনুষ্টিত না হওয়ায় অডিটকৃত দুটি হিসাব সভায় অনুমোদন করা হয়। সাধারন সভা শেষে প্রীতিভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়।সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,গ্রুপের উপদেষ্টা আলহাজ্ব জালাল উদ্দিন,আলহাজ্ব আব্দুছ ছোবাহান আখঞ্জি,শ্রীপুর উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমির উদ্দিন, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,গ্রুপের অর্থ সম্পাদক জাহের আলী,উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম,উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV