তাহিরপুর সীমান্তে চোরাই পথে আসা নাসির বিড়ি ও মোটরসাইকেল সহ আটক ২

প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২০

তাহিরপুর সীমান্তে চোরাই পথে আসা  নাসির বিড়ি ও মোটরসাইকেল সহ আটক ২

তাহিরপুর প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় আমদানি নিষিদ্ধ বিড়ির চালানসহ ২ চোরাকারবারীকে আটক করেছেন তাহিরপুর থানা পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বারহাল গ্রামের মনা মিয়া শিকদারের ছেলে চোরাকারবারী আব্দুল আলী(৩৩) ও পৈলনপুর গ্রামের আবুল কাশেশের ছেলে রাকাব উদ্দিন(২২)। পরে বৃহস্পতিবার সকালে আটকৃতদের ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করে সুনামগঞ্জ জেলহাজতে প্রেরণ করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, গতকাল বুধবার দিবাগত মধ্যরাতে ভারত সীমান্তের বারেকটিকা এলাকা দিয়ে ভারতীয় শেখ নাসির বিড়ি মোটরসাইকেল যোগে আসা।

ভারতের শেখ নাসির উদ্দিন বিড়ি সরকারি ভাবে আমদানি নিষিদ্ধ।

শেখ নাসির উদ্দিন বিড়ির চালান নিয়ে বাড়ি ফেরার পথে সুনামগঞ্জ পুলিশ সুপারের বিশেষ নির্দেশে থানার ওসি মো. আতিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শিমুলতলা -চন্দ্রপুর সড়কের মসজিদের রোড থেকে বিপুল পরিমাণ নাসির উদ্দিন বিড়ি ও ১০০ সিসি লাল রঙ্রের প্লাটিনা একটি চোরাই মোটরসাইকেলসহ তাদেরকে আটক করে।

এসময় তাদের গডফাদার বারহাল গ্রামে মৃত ছোবাহান মিয়ার ছেলে সীমান্তের চিহ্নিত মদ,গাজা, ইয়াবা ও ভারতীয় গরু সহ সে নিজেও মাদক সেবন করে বলে জানা যায়।

এ সময় চোরাকারবারি বাদল মিয়া(৩৮) পালিয়ে যায়।

এর সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ওসি মোঃ আতিকুর রহমান বলেন, আটককৃত ২ চোরাচালানকারীর বিরুদ্ধে আজ সকালে মামলা দিয়ে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV