তাহিরপুর সীমান্তে ভারতীয় মদ ও গাঁজাসহ এক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২০

তাহিরপুর সীমান্তে ভারতীয় মদ ও গাঁজাসহ এক ব্যবসায়ী আটক

 

শফিকুল ইসলাম স্বাধীন, তাহিরপুর প্রতিনিধি::

সুনামগঞ্জ জেলার তাহিরপুর সীমান্তে ৮ কেজি গাঁজা ও ২ বোতল ভারতীয় মদসহ মো: শাকিল দেলোয়ার (২০) নামের এ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি সদস্যরা। বিজিবি’র হাতে আটককৃত মাদক ব্যবসায়ী জেলার তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনীলাইন গ্রামের শাহাব উদ্দিনের ছেলে।
বিজিবি সূত্রে আরো জানাযায়, ১০ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় লাউড়েরগড় বিজিবি নায়েক মোঃ জিয়াউর রহমান এর নেতৃত্বে বি ও পি একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১২০৩/১-এস এর এলাকার ৫নং বাদাঘাট ইউনিয়নের লাউরগড় নামক স্থান থেকে ৮ কেজি ভারতীয় গাঁজা এবং ২ বোতল মদসহ শাহাব উদ্দিনের ছেলে মোঃ শাকিল দেলোয়ার মাদক ব্যবসায়ীকে আটক করে।

এর সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক মো: মাকসুদুল আলম বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাহিরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রি চলছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV