সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২০
দৈনিক দিনরাত:
তিনদিনের সফরে আগামী রোববার তুরস্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আবদুল মোমেন। আঙ্কারাস্থ বাংলাদেশ দূতাবাসের নবনির্মিত চ্যান্সারি কমপ্লেক্স ‘বাংলাদেশ ভবন’-এর আনুষ্ঠানিক উদ্বোধনীতে অংশ নিতে যাচ্ছেন তিনি। তবে তার সফরটি উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। এতে দ্বিপক্ষীয় এবং বহুপক্ষীয় উপকরণ যুক্ত হওয়ার নতুনমাত্রা পেতে যাচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী অবশ্য সফরের কর্মসূচির বিষয়ে এখনই মুখ খুলতে চাইছেন না। বুধবার টেলিফোন আলাপে এই পত্রিকাকে তিনি বলেন, আমার অফিস প্রস্তাবিত কর্মসূচি নিয়ে কাজ করছে, চূড়ান্ত হলে আপনাদের জানিয়ে দেয়া হবে। করোনাকালে পররাষ্ট্রমন্ত্রী মোমেনের এটাই প্রথম বিদেশ সফর। মন্ত্রী তুরস্ক যাত্রার বিষয়ে সেগুনবাগিচার সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, এখনো সব কিছু চূড়ান্ত হয়নি।
প্রস্তাবনার মধ্যে তুরস্কের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক, ডি-৮ সেক্রেটারি জেনারেল এবং ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরামের (আইসিওয়াইফ) প্রেসিডেন্টের সাক্ষাতের কথা রয়েছে। সফরসূচি আজকালের মধ্যে চূড়ান্ত হবে।
আঙ্কারার আয়োজন শেষে ইস্তাম্বুলে একদিনের কর্মব্যস্ততা সেরে মন্ত্রী ঢাকায় ফিরবেন বলে জানা গেছে।
Source মানবজমিন
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT