সিলেট ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৮ পূর্বাহ্ণ, জুলাই ২৭, ২০২০
দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি::দক্ষিণ সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় লাভলু শিকদার (৪০) নামে একজন নিহত হয়েছেন। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার পাগলা বাজার সংলগ্ন ডাবর ব্রিজে এ ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার আরিয়ারা গ্রামের বদিয়ার শিকদারের ছেলে তিনি।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ- ১৩-৮৪৪৭) উপজেলার ডাবর ব্রিজের সাথে ধক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের মধ্যখানে উল্টে গিয়ে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা ব্যাক্তি নিহত হন। হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সাহায্যে তাকে উদ্ধার কর হয়।
জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ মো: আমির উদ্দিন এ দুর্ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে নিহত ব্যক্তিকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্যে মর্গে প্রেরণ করা হয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
২৭/০৭/২০২০
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT