সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২১
মোঃ হুমায়ুন কবীর ফরীদি :: জগন্নাথপুরে কৃষি চাষাবাদে আধুনিক প্রযুক্তির মাধ্যম দক্ষ কৃষক গড়ে তুলতে কৃষকদের অংশ গ্রহণে ‘নিরাপদ ও লাগসই আধুনিক কৃষি প্রযুক্তি শীর্ষক দক্ষতা উন্নয়ন বিষয়ক তিন দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা কৃষি, সেচ কমিটির বাস্তবায়নে এবং স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সীর (জাইজা) সার্বিক সহযোগিতায় কৃষি চাষাবাদে আধুনিক প্রযুক্তির মাধ্যম দক্ষ কৃষক গড়ে তুলতে কৃষকদের অংশ গ্রহণে ‘নিরাপদ ও লাগসই আধুনিক কৃষি প্রযুক্তি শীর্ষক দক্ষতা উন্নয়ন বিষয়ক তিন দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী উপলক্ষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ১৮ই মার্চ উপজেলা কৃষি সেচ কমিটির সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেবের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মুজমদারের পরিচালনায় উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় বক্তব্য রাখেন প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধক জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান। বিশেষ অতিথির বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন , উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান, পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, সাংবাদিক বাবু শংকর রায়. আব্দুল হাই প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার বলেন, প্রযুক্তির আধুনিকতায় প্রান্তিক চাষিদের দক্ষ করতে আমরা কৃষদের প্রশিক্ষণ দিচ্ছি। প্রশিক্ষণের প্রথম দিন জগন্নাথপুরের বিভিন্ন এলাকায় ৪০ জন কৃষক অংশ নিয়েছেন। আগামী শনিবার এই প্রশিক্ষণ শেষ হবে।
উপজেলা কৃষি ও সেচ কমিটির সভাপতি জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারমান বিজন কুমার দেব বলেন, কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধমে দক্ষ ও উন্নত করতে আমরা কাজ করছি। তথ্য প্রযুক্তির এই যুগে ধানের পাশাপাশি বিভিন্ন সবজি-ফল-মূলের আবাদে প্রান্তিক চাষিদের উৎসাহিত করতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, কৃষি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি। তথ্য প্রযুক্তিতে দেশে এগিয়ে যাচ্ছে। পরিবর্তনশীল কৃষি উৎপাদনের চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্য প্রযুক্তির ব্যবহার সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT