দিরাই পৌর নির্বাচনে বিদ্রহী প্রার্থী হিসাবে অংশ নেওয়ায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে

প্রকাশিত: ১০:৩২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২০

দিরাই পৌর নির্বাচনে বিদ্রহী প্রার্থী হিসাবে অংশ নেওয়ায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে

জাকারিয়া হোসেন জোসেফঃ

দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে দিরাই পৌর নির্বাচনে অংশ নেওয়ায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

 

সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান বলেন, দলের সিদ্ধান্তের বাইরে নির্বাচন করায় মোশাররফ মিয়াকে কেন্দ্রীয় সিদ্ধান্তে বহিস্কার করা হয়েছে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেন, মোশারফ মিয়া বহিষ্কার হয়েছেন। এটা নিশ্চিত। তিনি শোকজ নোটিশের যে জবাব দিয়েছেন তাতে আমরা সন্তুষ্ট নই। আমরা কাল (সোমবার) আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শফিক নিয়ে দিরাই যাব। সেখানেই বহিষ্কারের বিষয়টি দলীয় নেতাকর্মীদের জানানো হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV