দিরাই-শাল্লাবাসীকে এমপি জয়াসেন গুপ্তা  ঈদুল আজহার শুভেচ্ছা  জানিয়েছেন

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২০

দিরাই-শাল্লাবাসীকে এমপি জয়াসেন গুপ্তা  ঈদুল আজহার শুভেচ্ছা  জানিয়েছেন

বিশ্ব মুসলিম এর সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জের দিরাই ও শাল্লা উপজেলার সর্বস্তরের জনসাধারণ সহ বিশ্ববাসীকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন দিরাই-শাল্লা নিয়ে গঠিত  সুনামগঞ্জ -২ আসন এর মাননীয় সাংসদ জয়া সেন গুপ্তা ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা প্রায় সমাগত। হাতেগোনা কয়েকটি দিন মাত্র বাকী। দিন তারিখ হিসাবে চলতি মাসের শেষ আর আগামী মাস অর্থাৎ আগষ্ট মাসের প্রথম তারিখ পবিত্র ঈদুল আজহা (কোরবানির ঈদ)। পবিত্র ঈদুল আজহা আমাদেরকে সাম্য ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই শিক্ষা নিয়ে আমাদের একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যেতে হবে। আসুন করোনাকালীন এই কঠিন সময়ে বন্যা কবলিত দুর্যোগময় মুহুর্তে অসহায় মানুষের মাঝে আমাদের সর্ব সামর্থ্যটুকু ঢেলে দেই।ঈদ আনন্দ ভাগ করে নেই। আমরা সবাই মিলেমিশে ঈদ উদযাপন করার পাশাপাশি আল্লাহর সন্তুষ্টি লাভ করি।
সমাগত পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। সমাজে সৃষ্টি হউক সম্প্রীতি সৌহার্দ্যের মেলবন্ধন এই আশাবাদ ব্যাক্ত করেন তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV