সিলেট ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৫

দেশ প্রেমের আদর্শে উজ্জীবিত নক্ষত্রের নাম বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল। তিনি দৈনিক যুগান্তর পত্রিকা প্রতিষ্ঠার মাধ্যমে দেশের রাজধানী থেকে শুরু করে শহর, নগর, প্রত্যন্ত গ্রামীণ জনপদের বাংলাদেশে চিত্র তুলে ধরেছেন বিশ^বাসীর নিকট।
যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা, দৈনিক যুগান্তর পত্রিকা, বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির স্বপ্নদ্রষ্টা নুরুল ইসলাম বাবুল কোন রকম ব্যাংক ঋণ ছাড়াই একের পর এক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলে দেশ ব্যাপী কয়েক লাখ মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়ে গিয়েছেন।
যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের পঞ্চম মুত্যু বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুরে যুগান্তর স্বজন সমাবেশ আয়োজিত দোয়া মাহফিল পূর্ব শোক ও স্মরণ সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
বুধবার বিকেলে সুনামগঞ্জের তহিরপুরের বাদাঘাট কলেজ রোডস্থ্য যুগান্তর স্বজন সমাবেশ কার্যালয়ে দৈনিক যুগান্তর/ দি কান্ট্রি টুডের ফটোগ্রাফার যুগান্তর স্বজন সমাবেশ তাহিরপুর উপজেলা শাখার আহ্বায়ক শিহাব সরোয়ার শিপুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবুল হাসেম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মুফতি আশরাফুল আলম হাবিবী, এম সালমান আহমদ সুজন প্রমুখ।
যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল সহ, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদের পিতা বনেদী পরিবারের বিশিষ্ট ব্যবসায়ি প্রয়াত হাজি বৈদ মিয়া শাহ, প্রায়াত মাতা হাজি সামসুন্নাহার বেগম সহ সকল প্রয়াত মুসলিম উম্মার রুহের মাগফিরাত ও জান্নাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন, উপজেলার বাদাঘাট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মুজাহিদুল ইসলাম।
দোয়া মাহফিল, শোক ও স্মরণ সভায় উপস্থিত ছিলেন- হাফেজ দেলোয়ার হোসেন, মাওলানা আলী নেওয়াজ, হাফেজ রফিকুল ইসলাম মুধা, মুফতী আব্দুল ওয়াহিদ, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা তাজ উদ্দিন, মাওলানা ফয়সাল আমিন, হাফেজ আশরাফুল আলম, মাওলানা রবিউল ইসলাম, হাফেজ আতাউর রহমান, সমাজ উন্নয়ন কর্মী এনাম উদ্দিন, ডা. সিরাজুল ইসলাম রাজু, সমাজকর্মী ও পরিবেশবিদ সারোয়ার জাহান, মিলাদুর রহমান, ব্যবসায়ি রফিকুল ইসলাম মানিক,রফিকুল ইসলাম, শাহনুর মিয়া মুক্তিযোদ্ধার সন্তান আলীম উদ্দিন শাহ্, স্বজন ও সমাবেজের বিভিণœ শ্রেণ পেশার মানুষজন প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও দিনব্যাপী সুবিধাবঞ্চিত পরিবারের মানুষজনের মধ্যে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT