সিলেট ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২১

সোহেল আহমদ ঃ দেশব্যাপি সাংবাদিক নির্যাতন,মিথ্যা মামলা,গুম,হত্যা বন্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে গোয়াইনঘাটে।নোয়াখালী কোম্পানীগঞ্জে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যা ও বাক্ষ্রমবাড়িয়া বাঞ্চারামপুরের এশিয়ান টিভির প্রতিনিধি আশিকুর রহমানকে নির্যাতন ও লাঞ্চিত,গোয়াইনঘাটে দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি,সুমন’র উপর মিথ্যা মামলা দায়ের’র ঘটনায় সিলেটের জাফলং-মামার বাজারস্থ সাংবাদিক ইউনিয়নের অস্থায়ী কাযালয়ের সামনে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে গণমাধ্যমকর্মীরা। দুপুর ২ টায় বৃহত্তর জৈন্তা ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ইউনিয়ন ও বৃহত্তর জৈন্তা রির্পোটার ক্লাব’র যৌথ আয়োজনে,সংগঠনের সভাপতি ইমরান হোসেন সুমন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম রাজুর’ সঞ্চালনায় ঘন্টা ব্যাপি এ মানববন্ধনে যোগ দেয় স্থানীয় সংবাদকর্মীসহ নানা শ্রেণীপেশার মানুষ। সংহতি প্রকাশ করে বক্তব্য দেন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ নসম্পাদক মো. সামছুল আলম, তামাবিল চুনাপাথর ও কয়লা আমদানীকারক গ্রুপের সাধারণ সম্পাদক হাজী মো.সরোয়ার হোসেন ছেদু, আমির মিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. শাহজাহান সিরাজ, বিশিষ্ট লেখক ডা:মো. নুরুল ইসলাম, এশিয়ান টিভির গোয়াইনঘাট প্রতিনিধি, সুভাস দাস, কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো.আলীম উদ্দিন, ইউরো বাংলা টিভির ব্যবস্থাপনা সম্পাদক মো.হুমায়ুন আহমদ, বৃহওর জৈন্তা ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এস এম রাজু, জৈন্তা রিপোটার ক্লাবের সাধারণ সম্পাদক মো.সোহেল আহমদসহ আরো অনেকেই। বক্তারা মুজাক্কির হত্যার বিচার ও দুষীদের দৃষ্টান্তমূলক সাস্থির দাবি জানান,একই সাথে দেশব্যাপি সাংবাদিক নির্যাতন, মিথ্যা মামলা, হত্যা,গুম,হয়রানি বন্ধে সরকারের প্রতি জোর দাবি জানান সাংবাদিকরা। মুজাক্কির হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচার না করা পর্যন্ত বিক্ষুভ চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছে সাংবাদিক নেতারা।
বার্তা প্রেরক: এস এম রাজু গোয়াইনঘাট সিলেট।
তারিখঃ-২৮-০২-২১ ইং
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT