সিলেট ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২০

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় টিআর প্রকল্পের ৯টন গম আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার বিকাল তিনটায় উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের জাউয়া-দোয়ারাবাজার সড়কে এলাকাবাসী কর্তৃক আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ওয়ারিছ আলী, মুক্তিযোদ্ধা জহুর আলী, মুক্তিযোদ্ধা খুরশেদ, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি নুরুল ইসলাম, শ্রীপুর জামে মসজিদের মোতোয়াল্লী ছোরাব আলী, মসজিদ কমিটির সদস্য মনোহর আলী, আইয়ুবুর রহমান, রহিম আলী, নজর আলী, বশির উদ্দিন, হাবিবুর রহমান, মশক আলী, ফজর আলী, তাজুল ইসলাম প্রমুখ। বক্তব্যে বক্তারা বলেন, ২০১৯-২০২০ অর্থবছরে টিআর কর্মসূচির আওতায় পান্ডারগাওঁ ইউনিয়নের শ্রীপুর জামে মসজিদের মাঠের মাটি ভরাটে নয় টন গম বরাদ্দ দেওয়া হয়। প্রকল্প বাস্তবায়নের জন্য মসজিদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নিয়ে কমিটি করার কথা। কিন্তু প্রকল্পের সভাপতি হাসনাত ও আব্দুল গফুর কাউকে কিছু না জানিয়ে পুরো বরাদ্দ গায়েব করে ফেলে। বক্তব্যে বক্তারা বিষয়টি সুষ্ঠু তদন্ত পূর্বক জড়িতদে বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জোড় দাবি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT