দোয়ারাবাজারে বিষপানে সাবেক ইউপি সদস্যের আত্মহত্যা

প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২০

দোয়ারাবাজারে বিষপানে সাবেক ইউপি সদস্যের আত্মহত্যা

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সাবেক এক ইউপি সদস্য বিষপানে আত্মহত্যা করেছেন। তার নাম মোঃ মইজ উদ্দিন( মখন মিয়া)(৫০)
শনিবার সন্ধ্যা ৭ টায় এ ঘটনা ঘটে।

নিহত মখন মেম্বার দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও শ্যামারগাও গ্রামের নিয়ামত উল্ল্যাহর পুত্র।

এলাকাবাসীর বরাতে পুলিশ জানায়, শনিবার সকালে জমিতে দেওয়ার (কীটনাশক)ইঁদুর মারার বিষপান করে। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে যান।সেখানে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান লাফার্স বেল্ট পুড়া মামলার আসামি ছিলেন তিনি।মখন মেম্বার নির্দোশ থাকার পরেও বারবার হররানী করা হত হয়রানী থেকে বাচতেই তিনি আত্মহত্যা করেছেন বলে এলাকাবাসী জানিয়েছেন।

দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ নাজির আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV