নিরাপত্তাহীনতায় লাভলুর পরিবার: সিলেটে সশস্ত্র হামলায়, লুন্ঠিত অর্থ-স্বর্ণ

প্রকাশিত: ৯:৫১ পূর্বাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৫

নিরাপত্তাহীনতায় লাভলুর পরিবার: সিলেটে সশস্ত্র হামলায়, লুন্ঠিত অর্থ-স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সিলেটে সাংবাদিক ও তাঁদের পরিবারের নিরাপত্তা আবারও চরম সংকটের মুখে। সাপ্তাহিক দেশের চিত্র পত্রিকার সম্পাদক মুহাম্মদ জাকির হোসাইন লাভলুর পরিবার সম্প্রতি আবারও এক ভয়াবহ সশস্ত্র হামলার শিকার হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে মৌলভীবাজারস্থ তাঁর বাসভবনে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঢুকে পড়ে স্থানীয় রাজনৈতিক দলের কর্মী পরিচয়ে আসা একদল দুর্বৃত্ত। এই সন্ত্রাসী হামলা পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক সৃষ্টি করেছে।

হামলার সময় সন্ত্রাসীরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, হামলাকারীরা লাভলুকে তাঁর পেশাগত দায়িত্ব, অর্থাৎ সংবাদ প্রকাশ না করার জন্য কঠোর হুঁশিয়ারি দেয় এবং হত্যার হুমকি প্রদান করে। সন্ত্রাসীদের এই তাণ্ডবের সময় তারা পরিবারের সদস্যদের কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা এবং পাঁচ ভরি স্বর্ণালংকার জোর করে ছিনিয়ে নিয়ে যায়।

জানা গেছে, সাংবাদিক জাকির হোসাইন লাভলু তাঁর অনুসন্ধানী সাংবাদিকতার কারণে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহলের চক্ষুশূল হয়ে আছেন। এর আগেও তাঁর উপর একাধিকবার হামলা ও নির্যাতন চালানো হয়েছে। এর মধ্যে, ২০২৩ সালের জানুয়ারিতে তাঁকে অপহরণ করে নির্মম নির্যাতন করা হয়। সবশেষ, ২০২৪ সালের আগস্ট মাসে তাঁর পৈতৃক বাড়িতে আগুন দেওয়া হয় এবং তাঁর বাবা-মাকে মারধর করা হয়। এই হামলার ঘটনাগুলো প্রমাণ করে যে সাংবাদিক লাভলু এবং তাঁর পরিবার লাগাতার হুমকির মুখে রয়েছে।

পরপর এতগুলি হামলার পরেও হামলাকারীদের ক্ষমতার ভয়ে ভীত-সন্ত্রস্ত পরিবারটি এখন পর্যন্ত কোনো মামলা দায়েরের সাহস দেখায়নি। বর্তমানে দেশের বাইরে অবস্থানরত সাংবাদিক জাকির হোসাইন লাভলু নিজেও দেশে ফিরতে ভয় পাচ্ছেন, কারণ তিনি মনে করেন দেশে ফিরলে তাঁর জীবন বিপন্ন হতে পারে। এই ঘটনা আবারও দেশে সাংবাদিকদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে। দেশের চতুর্থ স্তম্ভখ্যাত সাংবাদিকতা পেশার স্বাধীনতা ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা আজ জরুরি। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া এবং লাভলু ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এখন সরকারের এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান কর্তব্য বলে মনে করছেন সচেতন মহল।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV