পরিকল্পনা মন্ত্রীর প্রচেষ্টায় জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জে ৬ টি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন

প্রকাশিত: ৬:২৫ পূর্বাহ্ণ, আগস্ট ২৯, ২০২০

পরিকল্পনা মন্ত্রীর প্রচেষ্টায় জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জে ৬ টি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন

মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ
পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান মহোদয় এর প্রচেষ্টায় জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ৬ টি শিক্ষা প্রতিষ্ঠান নতুন ভবন পাচ্ছে বলে জানা গেছে।
সুত্রে জানাযায়, দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ – ৩ আসন এর সাংসদ বাংলাদেশ সরকার এর পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান মহোদয় এর অক্লান্ত প্রচেষ্টায় সম্প্রতি দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে সুনামগঞ্জের জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ৪টি ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর হতে “হাওরের শিক্ষা অবকাঠামো উন্নয়ন” প্রকল্পের আওতায় ২টি ভবন অনুমোদন করেছে সংশ্লিষ্ট মন্ত্রনালয়। প্রায় ২২ কোটি টাকা ব্যয় সাপেক্ষে ৬ টি নতুন ভবন নির্মাণ হবে যথাক্রমে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা চূরখাই উচ্চ বিদ্যালয়, ঈশাকপুর শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় ও সলফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং জগন্নাথপুর উপজেলার
পাইলগাঁও বিএন উচ্চ বিদ্যালয়, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় ও সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে একটি করে বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হবে। যা বন্যার সময় বন্যার্তদের আশ্রয়ের পাশাপাশি বিদ্যালয়ে পাঠদানে সহায়ক হবে।
সুনামগঞ্জ-৩ আসনে শিক্ষা ক্ষেত্রে এমন উন্নয়নের জন্য পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান মহোদয়কে সাধুবাদ জানিয়েছেন এই দুই উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। এই উন্নয়নের ধারা আগামীতেও অব্যাহত রাখার আহবান জানিয়েছেন তাঁরা।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভূইয়া জানান, আগামী ৫ ই সেপ্টেম্বর দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুরে দুটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান। আর বাকি গুলোও মাসখানেকের মধ্যে যথাযত টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কাজ বাস্তবায়ন করা হবে।
পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন বলেন, দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনে আওয়ামী লীগ সরকার অজস্র উন্নয়ন কাজ বাস্তবায়ন করেছে। রাস্তাঘাট, ব্রিজ, অবকাঠামো, বিদ্যুৎ, শিক্ষা ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। যা ইতোপূর্বে কেউ করেনি। সুষম উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV