সিলেট ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৬ পূর্বাহ্ণ, জুলাই ১১, ২০২০

সিলেটের দক্ষিণ সুরমায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সিলেট বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের (২১৭৪) সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন খুনের ঘটনায় এসএমপি’র দক্ষিণ সুরমা থানায় মামলা হয়েছে। মামলা নং৯(৭)২০ইং। আর মামলার এজাহার নামীয় নোমান ও সাদ্দামকে গ্রেফতারও করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জ্যোতির্ময় সরকার পিপিএম।
তিনি আরও জানান, শ্রমিক নেতা হত্যার প্রতিবাদে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার করা হয়েছে।
সূত্র জানায়,শুক্রবার রাত সোয়া ১০টার দিকে দক্ষিণ সুরমার কদমতলী বাবনা পয়েন্ট এলাকায় সিলেট বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের (২১৭৪) সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপনকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। তিনি দক্ষিণ সুরমার খোজারখলা এলাকার আবিল হোসেনের ছেলে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।শুক্রবার রাত সাড়ে ১০টা থেকে দক্ষিণ সুরমার চন্ডিপুল, হুমায়ুন রশীদ চত্ত্বর ও বাবনা পয়েন্টে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। আর সকালে ওই সকল স্থানে ট্যাঙ্কলরীর ট্রাক সড়কের উপর রেখে অবরোধ শুরু করেন শ্রমিকরা। পরে সিলেট মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক জরুরী সভা শেষে অবরোধ প্রত্যাহার করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT