বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ সিলেট জেলা শাখার (১০৫) সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন

প্রকাশিত: ৫:০৯ পূর্বাহ্ণ, অক্টোবর ২২, ২০২০

বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ সিলেট জেলা শাখার (১০৫) সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন

 

দৈনিক সিলেটের দিনরাত   

 

 

 

মামুন চৌধুরী ::

সিলেট জেলার কৃতি সন্তান “ঝুটন দাস ” কে সভাপতি ও “বিজিত সূত্রধর” কে সহ-সভাপতি এবং “চানু দেবনাথ সানি ” কে সাধারন সাম্পাদক ও “নির্মল দাস জয় ” কে সাংগঠনিক সম্পাদক এবং পবন দেবনাথ কে প্রচার সম্পাদক করে সিলেট জেলা শাখা বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের (১০৫) সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

 

বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ সিলেট জেলা শাখার (১০৫) সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন করেন বাংলাদেশ হিন্দু পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি ও আহ্বায়ক সিলেট জেলার দীপক রায় এবং সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ(সিলেট বিভাগ) অপু দেবনাথ দাদা।

দীপক রায় এক বিবৃতিতে বলেন, “আমাদের ছাত্র আমাদের অহংকার,তারুণ্যের প্রতীক, দক্ষ সাংগঠনিক, আগামীর নেতৃত্ব।

সিলেট বিভাগের অন্তর্ভুক্ত শ্রী শ্রী চৈতন্যদেব গৌরাঙ্গ মহাপ্রভুর পূন্যভূমি ও মহাপুরুষদের আধ্যাত্মিক নগরী এবং ঐতিহ্যবাহী জেলা শহর সিলেট। সবুজের সমারোহে ঘেরা বৈচিত্র্যময় ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমির চা বাগানের ছায়া ঘেরা ও সবুজের সমারোহে বেষ্টিত। এই সিলেটের নিজস্ব একটা সুখ্যাতি রয়েছে। নতুন কমিটিতে যারা এসেছো, সবাই সিলেটের মর্যাদাকে রক্ষা করবে।

তরণদের উৎসাহ দিয়ে তিনি আরো বলেন,
এগিয়ে যাও হে হিন্দু বীরগন দূর্বার গতিতে মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে লালন করে অসাম্প্রদায়িক, মানবিক,উদার সমাজ ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয়ে এগিয়ে চলো হে প্রিয় হিন্দু বীরগন। তোমাদের আগামীর পথচলা হোক হিন্দু নির্যাতন ও নিপিড়ন এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও প্রতিবাদী কন্ঠস্বর। জয় শ্রীরাম।জয় জয় শ্রীরাম। “

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV