সিলেট ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২০
কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির মনিপুর গ্রামের দরিদ্র বশির উদ্দিনের প্রসূতি মেয়ে শাবানা বেগম (২০) কে কানাইঘাট থানা পুলিশের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও ঈদ উপলক্ষ্যে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।
জানা যায়, একই গ্রামের আব্দুল মতিনের পুত্র রুহেল আহমদ (২৫)’র সাথে শাবানা বেগমের প্রেমের সম্পর্ক ছিল। শাবানাকে বিবাহের প্রলোভন দেখিয়ে রুহেল আহমদ তার সাথে দৈহিক সম্পর্ক গড়ে তুললে শাবানা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে রুহেল অন্তঃসত্ত্বা শাবানাকে বিবাহ করতে টালবাহানা করলে এ ঘটনায় রুহেল সহ তার পরিবারের লোকজনের বিরুদ্ধে জুন মাসের শেষের দিকে থানায় মামলা দায়ের করেন শাবানা বেগমের পিতা বশির উদ্দিন।
মামলা চলমান থাকা অবস্থায় আজ বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শাবানার গর্ভে দুটি জমজ পুত্র সন্তানের জন্ম হয়। তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ডাক্তাররা সিওমেক হাসপাতালে রেফার করেন।
এ সংবাদ পেয়ে থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম ভিকটিম শাবানা বেগমের উন্নত চিকিৎসার জন্য নগদ ৫,০০০/- টাকার অর্থ সহায়তা ও ঈদ-উল আযহা উপলক্ষ্যে থানা পুলিশের পক্ষ থেকে নানা ধরনের খাদ্য সামগ্রী তার পরিবারে তুলে দেয়া হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি শাবানা বেগমের যাবতীয় চিকিৎসার দায়িত্ব নেন অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম এবং শাবানা ও তার নবজাতক জমজ সন্তানরা সেখানে যাতে করে ভালো চিকিৎসা সেবা পান সেটাও পুলিশের পক্ষ থেকে খোঁজখবর নেয়া
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT