সিলেট ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৮ পূর্বাহ্ণ, জুলাই ২৭, ২০২০
অমৃত,জ্যোতি,(ধর্মপাশা প্রতিনিধি)
পৃথিবীতে সম্পুর্ন পরিবর্তন আসতে পারে এমন ধারণা সাহিত্যিকের মনেই সর্ব প্রথম উঠে আসে — যা পূর্বে হয়েছে
বার্মানে বস্তব হচ্ছে, ভবিষ্যতে হবে।
প্রায় দুই আগের কথা –
এমন প্রলঙ্করী ভয়াবহ দূর্যোগ মুহুর্তে, আগাম বন্যায় হাওর তলিয়ে যাওয়ার দৃশ্যপটে “শ্রী শ্রী ঠাকুর অনূকূল চন্দ্রে”র একনিষ্ঠ ভক্ত ড.হাবিবুর রহমান সিদ্দীকি’র দাবীতে ভাটি অঞ্চলের বাউল,গায়ক,লেখক ডাঃঅরুণ কুমার সামন্তের মন থেকে কবিতা আকারে বেড়িয়ে আসে —-
কবিতা
‘আসন্ন প্রলয়’
লেখক,ডাঃঅরুণ কুমার সামন্ত
বহিছে পাপের বন্যা আসন্ন প্রলয়,
জনক জননী অগ্রে মরিছে তনয়।
কালের হাওয়া বিচলিত হায় কি প্রমাদ?
বিশ্ব জোড়া হা হা’কার করুন আর্তনাদ।
কে খুজে কিসের তরে? কে করে রুদন,
কে মুছে নয়ন বারি কে বুজে বেদন।
মাতৃ স্নেহ ভাতৃ প্রেম ঘটে অবকাশ,
নারীর লজ্জা গাভীর দুগ্ধ তিলে তিলে হ্রাস।
গৃধীনী বক্কে না মরা স্ব-ধর্মে বিরাগ,
দিবালোকে শৃগাল ডাকে গর্তে লোকায় বাঘ।
বসন্তে হেরন বর্ষা হেন বিপর্যয়,
তবেতো শুনিনা কভু সত্যের পরাজয়ে।।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT