মধ্যনগরে ইউপি চেয়ারম্যানের শাস্তির দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২০

মধ্যনগরে ইউপি চেয়ারম্যানের শাস্তির দাবিতে মানববন্ধন

 

ধর্মপাশা প্রতিনিধি:: ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিম মাহমুদের বিরুদ্ধে জয়পুর গ্রামের নিরীহ মানুষের ওপর হামলা মারধর ও ঘরবাড়ি ভাংচুর এর অভিযোগ উঠেছে। তাই বৃহস্পতিবার দুপুরে জয়পুর গ্রামের সামনের সড়কে জয়পুরগ্রামবাসী ওই চেয়ারম্যানের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এতে বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য মানুষ অংশগ্রহণ করে। মানববন্ধনে বক্তব্য দেন, ভূক্তভোগী আনোয়ারা আক্তার, নাসিমা খাতুন, সাইদুর রহমান, দিপু মিয়া, মিশু, সাগর প্রমুখ।
বক্তারা বলেন, গত রোববার বিকেলে ওই ইউনিয়নের সাতুর গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে সৌরভের সাথে জয়পুর গ্রামের মজিবুর রহমানের ভাতিজা মুরসালিনের মধ্যে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে সৌরভের পক্ষে চেয়ারম্যান আজিম মাহমুদ তার লোকজন নিয়ে ওইদিন মধ্যরাতে জয়পুর গ্রামে গিয়ে মজিবুর রহমানের ভাতিজা শাহ আলমকে মারধর করে। এছাড়াও পাশ্ববর্তী ঘরগুলোতেও হামলা চালানোর পাশাপাশি একই গ্রামের আর্শাদ মিয়ার ঘরেও হামলা চালানো হয়। লাঞ্চিত করা হয় আর্শাদ মিয়ার স্ত্রীকে। অন্য বাড়িতে অবস্থানকারী মজিবুর রহমানের ছোট ভাই সাইদুর রহমানের হাত ও চোখ বেঁধে মজিবুর রহমানের বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে মজিবুর রহমান ও তার স্ত্রীকে হাত-পা বেধেঁ মারধর করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV