সিলেট ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৬ পূর্বাহ্ণ, আগস্ট ৪, ২০২০

অমৃত জ্যোতি রায় সামন্ত (ধর্মপাশা,সুনামগঞ্জ)
সুনামগঞ্জের ধর্মপাশা ও তাহিরপুর উপজেলা’জুরে রয়েছে বহুল প্রচারিত, পর্যটক পিপাসুদের অতিপ্রিয় ভারত মেঘালয়ের পাদদেশে “”টঙ্গুয়ার হাওর”” নামক রুচিশীল পর্যটন কেন্দ্র। এবছর করোনা ‘র প্রভাবে বর্ষারম্ভে পর্যটকদের আনাগুনা তেমটি চোখে না পরলেও ব্যাপক ভাবে জমে উঠেছে, বর্তমান ভ্রমন পিপাসু(পর্যটক) বাজার ৪/৮/২০২০ইংতারিখ মঙ্গলবার পর্যন্ত।
প্রতি বছরের ন্যায় নীল জল(নীলাদ্রি), বারেক্কা টিলা(শহীদ সিরাজ লেক),মাছের খেলা, পাহাড়ের ঝর্ণা,দেশীয় মাছের অভয়ারণ্য, আর অথিতি পাঁখির রমরমা খেলা দৃশ্যপট স্ব-চক্ষে এক নজর দর্শনের প্রয়াসে চলো না ঘুরে আসি, এম টি শার্টের নানা রকম নামকড়া পোষাকের বাহারী নমুনায় উদ্দ্যেমী নারী পুরুষদের খেলা,বিভিন্ন ব্যাচের সমবয়সী দল।
এবছর করোনা মহামারী সচেতনতাকে উপেক্ষা করেই বাংলাদেশের বিভিন্ন স্থানথেকে প্রতি নিয়তই ঝাঁকে ঝাঁকে উড়ে আসছে পর্যটকের দল,অবাদে চলাফেরা,নিরাপত্তা বা সামাজিক দুরত্বের বালাই নেই,নেই কোন বাজার কমিটির হস্তক্ষেপ, স্থানীয় সরকার নিরব, প্রশাসনিক ব্যাবস্থার তেমন কোন সারা চোখে পরে না।
প্রতি দিবসের শুরু থেকে সন্ধ্যা পর্যন্ত নৌ পরিবহনের ব্যাপক আনাগোনা।মধ্যনগর বাজার,ধর্মপাশা,জয়শ্রী,তাহিরপুর, বংশিকুন্ডা বাজার,মহেষখলা বাজার, বাগ্লী,বড়ছড়া বাজারে জমে উঠেছে পর্যটকদের সমারোহের আনাগুনা। তবে মধ্যনগর বাজারটি ভায়া হয়ে লোকজন নানা কাজকর্ম সেড়ে বেশির ভাগ নৌযান পাহাড়ের পাদেশে যাত্রা করে থাকে।
এরি মধ্যে মধ্যনগর সদর চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে এক মাত্র পোষ্ট তুলে ধরেন পর্যটকদের উদ্দেশ্যে – সচেতনতার অনুরুধ জ্ঞাপন করে।
জনমনে প্রশ্ন হলো আমরা তথোটায় সচেতন তবে কেন? হাওরের রজধানী মধ্যনগরে পর্যটকদের নৌকার হানা? তাদের মাঝে থাকতে পারে মাহামরি করোনা,এটা অনেকের ধারনা।
তবে কি প্রতিনিয়তই এভাবে অবাদে দেশী বিদেশী পর্যটকদের আনাগোনা অব্যাহত থাকবে?
সমাজের বিশিষ্ট জনের একজন ইসলামিক ফাউণ্ডেশন এ কর্মরত মোহাম্মদ জিয়াউর রহমান তিনি বলেন -বর্তমান সময়ে করোনা নামক ভয়ংকরী ভইরাস থেকে নিজেকে এবং অন্যকে বাঁচাতে সামাজিক দুরত্ব তথা মাস্ক ব্যাবহার করাটা অত্যান্ত জরুরি,সরকার কতৃক স্বাস্থ্য বিধি মেনে চলা বাঞ্চনীয়।
একটি দাবী অনেকে মনে উঠে আসে আমাদের মধ্যনগরে বাহির থেকে আগত পর্যটকগন আমাদের জীবনে ঝুঁকি আনতে পারে, সেক্ষেত্রে মধ্যনগর স্থানীয় সরকার, বাজার কমিটি সহ উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন অনেক সুধীজন,সুদৃৃষ্টিতে সুফল বয়ে আনবে এটাই আমাদের হাওর বাসীর অনেকের ধারনা।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT