সিলেট ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩০ পূর্বাহ্ণ, জুলাই ৩১, ২০২০
অমৃত জ্যোতি,ধর্মপাশা (সুনামগঞ্জ) :
সুনামগঞ্জের মধ্যনগর থানা সদর বাজারটিতে সামান্য বৃষ্টিতেই ময়লাযুক্ত পানি উঠে আসে প্রধান রাস্তা গুলিতে, এতে করে স্থানীয় ব্যাবসায়ীগন পরে যায় দুর্ভোগে,চলাচলকারীগন নোংরা পানির মধ্যদিয়ে পা চালাতে থাকেন।
বাজারের বৃষ্টির পানি নিষ্কাশনের অব্যাবস্থাপনার কারনে এমন দূর্ভোগে পরেন অনেক ব্যাবসায়ীরা।রস্তা ঘাটে চলা ফেরায় ময়লাযুক্ত পানি দিয়েই চলে আগত জনসাধারনের চলা ফেরা।
মধ্যনগর বাজারের পোষ্ট অফিসের সংলগ্ন রাস্তা, সদর ফেরীঘাট সংলগ্ন রাস্তা, কাচা বাজার ২পার্শ্ব, কাটবাজার(টেলিকমের সম্মুখে নর্দমাক্ত) ও শান্তি পট্টি নামক রাস্তাটিতেও এমনটা দেখা গেছে।
এসব কিছুর মূল কারণ হিসেবে জানা যায় পানি নিষ্কাশনের জন্য যে পরিমান ড্রেন থাকার কথা তা নেই।যাই আছে তা সম্পুর্ন ময়লা আবর্জনায় ভরে আছে,পানি নিষ্কাশন হয় না,ড্রেন ময়লায় পরিপুর্ণ থাকার কারনে এমনটি চোখে পরে।
এক হোটেল ব্যাবসায়ী প্রতিষ্টানে সামন্য বৃষ্টিতেই রাস্তার আবদ্ধ নোংরা পানিতে ভরে যায় ফ্লোর এবং তিনি তা সেচ করতেও দেখা মিলেছে। জনমনের কথায় বেড়িয়ে আসে আমাদের বাজারে ড্রেন যাই আছে তা আবার ময়লায় ভরপুরে কেন??আবর্জনায় ভরে থাকার কারনে এমন দুর্ভোগে আমরা।
মধ্যনগর বাজার কমিটির সভাপতি অমরেশ রায় চৌধুরী তিনি বলেন আমাদের বাজারে যে ড্রেন আছে তা দিয়ে এত বড় বাজারের ময়লা ও পানি নিষ্কাশন অসম্ভব হয়ে উঠেছে, আমরা উর্ধতনে বড় আকারের ড্রেনের প্রয়োজন নিয়ে দাবী জানিয়ছি এবং ড্রেন বড় হলেই সমস্যার সমাধান হতে পারে।
ভুক্তভোগী এক ব্যাসায়ীর সাথে কথা বললে তিনি- বাজারের ময়ল আবর্জনা রাস্তার উপরে পরে থাকতে প্রায় সময় দেখা যায়। আমরা অসহায় যাই আছ৷ পানি নিষ্কাশনের ব্যাবস্থা তা আবার ভরাট হয়ে আছে,ড্রেনের বিষয়টি স্থানীয় কতৃপক্ষের নজরে আনা অতিব জরুরী।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT