মধ্যনগরে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষে- স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সাংস্কৃতিক ও আলোচনা

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২১

মধ্যনগরে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষে- স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সাংস্কৃতিক ও আলোচনা

 

অমৃত জ্যোতি :: সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা সদরের মধ্যময়দানে ২৭ শে মার্চে থানা যুবলীগের উদ্যোগে জাতির পিতার জন্মদিন ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অর্ধ দিবস ব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায় অংশগ্রহন করেন মধ্যনগর থানার নেতৃবৃন্ধ তথা জনপ্রতিনিধিবৃন্ধ, ধর্মপাশা,তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগের নেতৃত্ব।
সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন-এম,পি।সভাপতিত্ব করেন যুবলীগ সভাপতি মোস্তাক আহমেদ ,সঞ্চালনা করেন সাধারণ ও যুগ্ম সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার এবং ওবায়দুল ইসলাম খান রনি। জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে সংক্ষিপ্ত আলোচনায় অংশ গ্রহন করেন-প্রধানবক্তা আওয়ামী যুবলীগের উপসাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক ফজলে রাব্বী স্মরন,ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, ফখরুল ইসলাম চৌধুরী,মধ্যনগর উপজেলা বাস্তবায়ন পরিষদের সভাপতি এ্যাড.আব্দুল মজিদ তালুকদার, সাধারণ সম্পাদক অমরেশ রায় চৌধুরী, আওয়ামীলীগের প্রবীন নেতা উপানন্দ সরকার,জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আল-আজাদ,বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন চেয়ারম্যান বিল্লাল হোসেন,সহ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV