মধ্যনগরে ভারসাম্যহীন নারীর মৃত্যু

প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২১

মধ্যনগরে ভারসাম্যহীন নারীর মৃত্যু

 

মধ্যনগর প্রতিনিধি :: সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার বংশীকুন্ডা (উঃ)ইউনিয়নের বাকাতলা গ্রামে হ্যান্ডট্রলির ধাক্কায় মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে।
সোমবার দুপরে তাহিরপুর উপজেলার বীরেন্দ্রনগর গ্রামের আব্দুল জলিলের ছেলে হ্যান্ডট্রলি চালক মনসুর (২২) বাকাতলা গ্রামের সামনের রাস্তা দিয়ে হ্যান্ডট্রলি নিয়ে যাওয়ার মানসিক ভারসাম্যহীন নারীর উপর হ্যান্ডট্রলি তুলে দিলে তাৎক্ষণিক ঐ মৃত্যু বরণ করে। পরে স্থানীয়রা হ্যান্ডট্রলি চালক ঘাতক মনসুর কে আটক করে মধ্যনগর থানা পুলিশ কে খবর দেয়।

মধ্যনগর থানার ওসি নির্মল দেব জানান,খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে হ্যান্ডট্রলি চালক মনসুর কে আটক করে নিয়ে আসা হয়েছে ।তার নামে মামলার প্রস্তুতি চলছে। মানসিক ভারসাম্যহীন ঐ নারীকে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত এই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV