মধ্যনগর থানা বিএনপি সভাপতি মোঃসবুজ মিয়া’র ইন্তেকাল

প্রকাশিত: ৭:০৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২০, ২০২১

মধ্যনগর থানা বিএনপি সভাপতি মোঃসবুজ মিয়া’র ইন্তেকাল

 

অমৃত জ্যোতি রায় সামন্ত(ধর্মপাশা,সুনামগঞ্জ)::
সুনামগঞ্জের মধ্যনগর থানা বিএনপির সভাপতি মোঃসবুজ মিয়া (৬৫)২০ই জানুয়ারী বুধবার সকাল ৮টা ২৫মিনিটে দুগনই গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করিয়াছেন।শারীরিক ভাবে কিছুটা অসুস্থ্য থাকলেও স্বাভাবিকতার মধ্যদিয়েই মৃত্যুর আগের দিন পর্যন্ত চলাচল করে আসছিলেন তিনি। বিদেহীর রুহের মাগফেরাত কামনায় দুইনই গ্রামের নিজ বাড়িতে আজ বাদআছরে,দুগনই খেলার মাঠে জানাযা নামায শেষে গ্রামের গুরুস্থানে দাফন সম্পন্ন করার কথা রয়েছে।মৃত্যু কালে ৪ পুত্র ও ৩ কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। তিনি মধ্যনগর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন।এবং মধ্যনগর থানার চামরদানী ইউনিয়ন পরিষদে বারংবার চেয়ারম্যান পদে নির্বাচনে লড়াই করেছিলেন,বর্তমানে মধ্যনগর থানা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন।প্রতিনিধিকে নিশ্চিত করেন মধ্যনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মধ্যনগর থানা বিএন পির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মজনু এবং বিদেহী রুহের মাগফেরাত কামনা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV