সিলেট ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২০
সুনামগঞ্জ পুনরায় বন্যায় আক্রমণ করলো গত ৯ই জুলাই থেকে ভাটি অঞ্চলের নদী গুলো বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র, (বাপাউবো) ঢাকা’র তথ্যমতে ভারতের আসাম মেঘালয়ের সক্রিয়মৌসুমী বায়ুর প্রভাবে, সুরমা,কুশিয়ারা ও মেঘনা সহ যাদুকাটা,সুরেশ্বরী ভুগাই কংশ নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সুনামগঞ্জ জেলা প্রশাসক আব্দুল আহাদ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে, এতে উল্লেখ করেন বন্যার স্থায়িত্ব কাল৪/৫ দিন হতে পারে।
এরি মধ্যে মাত্র ক দিন পূর্বেই বন্যায় তলিয়ে গিয়েছিল মধ্যনগরের বেশির ভাগ জায়গা। বন্যার নামতে শুরু করতে না করতেই পুনরায় বন্যার পানি মুহুর্তের মধ্যেই ব্যাপক ভাবে বেড়ে প্লাবিত হয়েছে মধ্যনগর বাজার সদর বাজারে হাট বসেছে ভাসমান পানির উপরে মাচার সাহায্যে দোকানীরা বেচাকেনা করতে দেখা গেছে। পাশের বেশ কয়েকটি গ্রাম, সহ আশ পাশের ছোট ছোট বাজার গুলি।
মহেষখলা,বংশীকুন্ডা,মধ্যনগর সদরের মহা সড়ক,বৈঠাখালী নতুন পাড়া,মধ্যনগর সদর ইউনিয়নের হরিপুর নওয়াগাও সহ নামে বেনামে গ্রামও গ্রামের গোসম্পদের খাদ্য (খর) সহ বন্যার জলে ফের প্লাবিত হয়ে নষ্ট হচ্ছে তীরবর্তী সবকিছু। চুলা বন্ধী অবস্থায় আছে অসংখ্য পরিবার। শনিবার দুপুর সাড়ে১১ টা পর্যন্ত বন্যার পানি বাড়তি চলমান রয়েছে এবং আফাল( ঢেউ) সঙ্গে বাড়ি ঘরের ব্যাপক ক্ষতি হচ্ছে , এ পরিস্থিতি চলতে থাকলে গৃহহীন হবে শত শত পরিবার।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT