সিলেট ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২১
মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি নিশ্চিত করনে জগন্নাথপুরে মাঠে নেমেছে প্রশাসন। মূখে মাস্ক ব্যবহার না করায় দুই পথচারীকে জরিমানা করা হয়েছে।
দেশে দ্বিতীয় দফায় মরনব্যাধী করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্বাস্হ্যবিধি নিশ্চিত করণের লক্ষে ৩১ শে মার্চ বুধবার বিকাল সাড়ে ৫টায় সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় মূখে মাস্ক ব্যবহার না করায় দুই পথচারীকে ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া করোনার সংক্রমণ প্রতিরোধ স্বাস্হ্যবিধি মেনে চলার জন্যে প্রচারণা করা হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান বলেন, করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে সরকারি নির্দেশনা অনুয়ায়ি আমরা মাঠে কাজ করছি। সরকারি নির্দেশনা কেউ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT