রেজাউল করিম মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের মৃত্যু

প্রকাশিত: ৫:৩০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২০

রেজাউল করিম মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের মৃত্যু

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের মা মাজেদা বেগম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৫ বছর। সোমবার রাত ১২টার দিকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গত ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) মন্ত্রীর মা বার্ধক্যজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। সোমবার রাতে তিনি মারা যান। রাতেই মরহুমার মরদেহ পিরোজপুরের নাজিরপুরে নিজ বাড়িতে নেওয়া হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়ার গ্রামের বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুর সময় তিনি চার ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এর আগে, গত বছরের এপ্রিল মাসে মারা যান প্রাণিসম্পদ মন্ত্রীর বাবা আব্দুল খালেক শেখ।।

সংগ্রহীত

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV