শহীদ তালেব প্রিমিয়ারলীগ ফাইনালে দিরাইয়ে আসছেন মোহাম্মদ আশরাফুল

প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২১

শহীদ তালেব প্রিমিয়ারলীগ ফাইনালে দিরাইয়ে আসছেন মোহাম্মদ আশরাফুল

 

এস এম উমেদ আলীঃ বাংলাদেশ ক্রিকেটের আলোচিত তারকা মোহাম্মদ আশরাফুল। ‘লিটল মাস্টার’ হিসেবে খ্যাত আশরাফুল আসছেন দিরাইয়ের কুলঞ্জ ইউনিয়নের শহীদ তালেব স্মৃতি স্মরণে হাতিয়া মোকামবাড়ি প্রিমিয়ারলীগ কর্তৃক আয়োজিত ফাইনাল ম্যাচে।৯ ই মার্চ২১ইং মঙ্গলবার তিনি একটি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে আসছেন।

দিরাই উপজেলার শহীদ তালেব স্মৃতি স্মরণে হাতিয়া মোকামবাড়ি প্রিমিয়ারলীগ কর্তৃক আয়োজিত ৬ষ্ঠ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আশরাফুল।

অনুষ্ঠিতব্য ওই ফাইনালে ইউনিয়নের
মোকামবাড়ী থান্ডার্স বনাম মোকামবাড়ী রাইটার্স বিকাল ২টায় শুরু হবে ম্যাচটি। ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হবে!
রাত পোহালেই হাতিয়া গাছতলার মাঠে আসছেন মোহাম্মদ আশরাফুল! বর্ণিল আলোকসজ্জা ও রংবেরঙের ফেস্টুনে সাজছে মাঠ!কুশিয়ারার পাড়ের মানুষের মধ্যে বয়ে যাচ্ছে আনন্দের স্রোত , সবাই দেখার অপেক্ষায় মাস্টার ব্লাস্টার মোহাম্মদ আশরাফুলকে । সব বাঁধা বিপত্তি পেরিয়ে আসল জায়গায় বাজিমাৎ করেছেন শহীদ তালেব উদ্দিন এর ভাতিজা লন্ডন প্রবাসী মোঃ আবু সালেহ!

কুলঞ্জ ইউনিয়নের আগামীর চেয়ারম্যান পদপ্রার্থী লন্ডন প্রবাসী কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপের উপদেষ্টা সমাজ সেবক
আবু সালেহের অর্থায়নে আগামী ৯ মার্চ হাতিয়ার মাঠে স্বাগত জানাতে প্রস্তুত হাতিয়ার সবচেয়ে পুরনো টিম হাতিয়া সোনালী ক্লাব । দিরাই উপজেলায় প্রথম কোন জাতীয় দলের অধিনায়কের আগমনের কারনে বর্তমানে মোহাম্মদ আশরাফুল টক অফ দ্যা টাউন। এটি প্রথম কিন্তু শেষ নয় , স্বাধীনতার মাসে সোনালী ক্লাব যে ইতিহাস সৃষ্ঠি করবে, সেটি মনে রাখবে পরবর্তী প্রজন্ম ।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV