সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২১
মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ শাল্লায় হিন্দু ধর্মালম্বীদের বাড়ি-ঘর, মন্দির ভাঙ্গ ছুড়, লুটপাট ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে জগন্নাথপুরে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
সম্প্রতি সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোওয়াগাঁও গ্রামে হিন্দু ধর্মালম্বীদের বাড়ি-ঘর, মন্দির ভাঙ্গ ছুড়, লুটপাট ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বর্বরোচিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যাগে ১৯ শে মার্চ বিকালে এক প্রতিবাদ মিছিল পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জগন্নাথপুর পৌর পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালন করে। উপজেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রনয় কান্তি সূত্রধর এর সভাপতিত্বে ও হিন্দু ছাত্র যুব ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক শশী কান্ত গোপের পরিচালনায় মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর রায়, পূজা উদযাপন পরিষদের সভাপতি সতীশ গোস্বামী,সংহতি প্রকাশ করে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা যুবলীগের সহ সভাপতি শিক্ষক সাইফুল ইসলাম রিপন,অন্যদের মধ্যে বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, শিক্ষক নেতা রূপক কান্তি দে,পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হীরা মোহন দেব, হিন্দু ছাত্র যুব ঐক্য পরিষদের আহ্বায়ক বিভাস দে, শশ্মানঘাট উন্নয়ন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কাজল বণিক,উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অমিত দেব,সাংবাদিক গোবিন্দ দে, উদীচী শিল্পী গোষ্ঠীর নেতা মিটন দেব,মহা প্রভূর নাম প্রচার সংঘের নেতা শিক্ষক অনন্ত পাল,অদ্বৈত গীতা সংঘের নীরেশ দাশ, হিন্দু সম্প্রদায়ের নেতা মেঘারকান্দি গ্রামের সম্পদ দাশ,পাইলগাঁও ইউনিয়নের নেতা ডাক্তার সেবক রঞ্জন দেব,রানীগঞ্জ ইউনিয়নের নেতা মন্তোষ দাস,অতীন্দ্র সূত্রধর,সুভাষ দাশগুপ্ত,উপজেলা ছাত্রলীগ প্রচার সম্পাদক সজিব রায়,বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের সভাপতি বিদ্যুৎ শীল ও সাধারণ সম্পাদক জগন্নাথ দাশ প্রমুখ।
মানববন্ধন কর্মসূচীর সাথে সংহতি প্রকাশ করে উদীচী শিল্পী গোষ্ঠী সহ আরো কয়েকটি সামাজিক ও ধর্মীয় সংগঠন এই কর্মসূচিতে অংশ গ্রহণ করে।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT