শাল্লা থানা হবে সেবার আস্থার ঠিকানা নতুন ওসি সনজুর মোরশেদ শাহীন

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২০

শাল্লা থানা হবে সেবার আস্থার ঠিকানা নতুন ওসি সনজুর মোরশেদ শাহীন

স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ জেলার শাল্লা থানার নতুন অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেছেন, জনাব সনজুর মোরশেদ। গত ৩০/৬/২০২০/ তারিখ সকালে তিনি যোগদান করেন। এসময় শাল্লা থানার (ওসি) জনাব সনজুর মোরশেদ নিজে থানার সকল পুলিশ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

জানা গেছে, সুনামগঞ্জ সদর থানা পুলিশ পরিদর্শক থেকে পদায়ন পেয়ে, শাল্লা থানার অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেছেন। সনজুর মোরশেদ শাহীন সুনামগঞ্জ সদর থানার তদন্ত ওসি হিসাবে দীর্ঘদিন সফলতার সাথে নিজ দায়িত্ব পালন করেন।

শাল্লা থানার ওসি জনাব সনজুর মোরশেদ শাহীন বলেন, আমি আপনাদের সেবক, আমার অফিস কক্ষে প্রবেশ করতে অনুমতির প্রয়োজন নেই, পুলিশী সেবার জন্য সার্বক্ষনিক ০১৭১৩৩৭৪৪২৫ এই নাম্বারে মোবাইল করার অনুরোধ করা হলো। শাল্লা থানা পুলিশ, থানা এলাকার সকল মানুষের সেবক হিসাবে কাজ করতে চাই।

তিনি আরো বলেন, থানা এলাকায় কোন ধরনের মাদক, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চোরাকারবারি, টাউট, বাটপারি, জুয়াসহ কোন অপরাধ মূলক কার্যক্রম করার কেউ চেস্টা করলে কাউকে ছাড় দেয়া হবে না। শাল্লা থানা হবে মানুষের সেবার আস্থাভাজন ঠিকানা।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV