শাহজালাল ইসলামী ব্যাংক গাছবাড়ী বাজার আউটলেটের উদ্বোধন

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২১

শাহজালাল ইসলামী ব্যাংক গাছবাড়ী বাজার আউটলেটের উদ্বোধন

কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাটে গাছবাড়ী বাজারে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর আউটলেট এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। গত সোমবার বিকেল ৩টায় স্থানীয় গাছবাড়ী বাজার আল-আক্বসা মার্কেটের ২য় তলায় এ আউটলেট শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ প্রিন্সিপাল ফরিদ উদ্দিন চৌধুরী।
শাহজালাল ইসলামী ব্যাংক সিলেট শাখার ভিপি ও ব্যবস্থাপক খুরশিদ আলমের সভাপতিত্বে এবং মাস্টার জাহেদ হোসাইন রাহিনের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল মুমিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজালাল ইসলামী ব্যাংকের হেড অব এজেন্ট ব্যাংকিং ও এসভিপি ইঞ্জিনিয়ার ফিরোজ কবির, হেড অব এজেন্ট এ্যাকুইজিশন ও এভিপি মাসুদুর রহমান, দক্ষিণ বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ। এ সময় উপস্থিত ছিলেন গাছবাড়ী বাজার আউটলেটের পরিচালক গাছবাড়ী ফার্মেসীর সত্ত্বাধিকারী আতিকুল হক সহ বাজারের ব্যবসায়ী, সূধীজন, বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।
এছাড়াও একই দিনে বিকেল ৫টায় কানাইঘাট দক্ষিণ বাজারে শাহজালাল ইসলামী ব্যাংকের কানাইঘাট বাজার আউটলেট শাখার উদ্বোধন করা হয়।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV