সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২১
শফিকুল ইসলাম স্বাধীন,BMSS প্রোগ্রাম শেষে খুলনা থেকেঃ
খুলনা সিটিতে ২০ই মার্চ শনিবার বিকাল ৪টায় খুলনার অভিজাত্য রয়েল ইন্টারন্যাশনাল হোটেলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির সম্মেলন ও আত্মপ্রকাশ ঘটে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশে যখন কোন ক্রান্তিলগ্ন আসে ঠিক তখনই সাংবাদিকরা ফ্রন্ট লাইনের যোদ্ধা হিসেবে সামনে থাকে । এছাড়া মফস্বলের সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান।
সম্মেলনের উদ্বোধন ঘোষনা করেন আসক এর খুলনা বিভাগীয় কমিটির সভাপতি শরীফ মঞ্জর শামীম বাবু, প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন দৈনিক প্রবাহের সিনিয়র স্টাফ রিপোর্টার মোহাম্মদ নূরুজ্জামান। স্বাগত বক্তব্য প্রদান করেন বিএমএসএস এর মহাসচিব সুমন সরদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার তোফায়েল আহমেদ, খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য আজগার বিশ্বাস তারা, বিশিষ্ট শিল্পপতি সোয়েব আরিফ, ক্রীড়ানুরাগি বদরুল আলম রয়েল, সিনিয়র সাংবাদিক আবু দাউদ ইমরান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা শেখ আসলাম হোসেন, মোড়ল মুজিবুর রহমান, মানবাধিকার কর্মী ও সাংবাদিক নেতা শাহাদাৎ হোসেন শাওন, আনন্দ কুমার স্বর, মোহাম্মদ বেলাল হোসেন , মাহবুব আলম সেলিম,খন্দকার সাইফুল ইসলাম মিলন , শাহ মামুনুর রহমান তুহিন, সাথী তালুকদার, আল আমিন খান, মাসুদ রানা, মমিনুর রহমান, ইনসাফ আহমেদ, শেখ জিল্লুর, মামুন মোল্যা, তরিকুল ইসলাম, শেখ জাহিদুর রহমান (প্রমুখ)।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সিনিয়র যুগ্ম মহাসচিব মো. আবু হামজা বাঁধন। পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বেগম মন্নুজান সুফিয়ান এমপি বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ১৫১ সদস্য বিশিষ্ট কমিটির তালিকা ঘোষনা করেন। যেখানে খন্দকার আছিফুর রহমানকে চেয়ারম্যান, সুমন সরদারকে মহাসচিব হিসেবে নাম প্রকাশ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT