সিলেট ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০
জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে বহিষ্কৃত ডা. সাবরিনা আরিফ চৌধুরীর বিরুদ্ধে শিগগিরই চার্জশিট দেয়া হবে বলে জানিয়েছেন ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন।
তিনি বলেন, ডা. সাবরিনার বিরুদ্ধে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করে প্রতারণার যে অভিযোগ উঠেছে, সে দায় তিনি এড়াতে পারেন না।তার বিরুদ্ধে শিগগিরই চার্জশিট দেয়া হবে। বুধবার (২২ জুলাই) তিনি এসব কথা বলেন।
এদিকে, সাবরিনার মামলার তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, করোনা পরীক্ষার নামে জেকেজির ভুয়া সনদ দেয়ার প্রমাণ মিলেছে। এখন কাকে, কোন সময় সনদগুলো দেয়া হয়েছে সেই ভুক্তভোগীদের তালিকা করা হচ্ছে। এজন্য জেকেজি থেকে উদ্ধার হওয়া কম্পিউটারের হার্ডডিস্ক থেকে সেসব নাম নেয়া হচ্ছে। ভুক্তভোগীদের নাম-ঠিকানা বের করে তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT