সিলেট ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২০
মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ
সামাদ পুত্র “ডন” কে আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত করায় জননেত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখা স্বেচ্ছাসেবক লীগ এর আয়োজনে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
দীর্ঘ বঞ্চনার পর রাজনীতির বটবৃক্ষ ভাষা সৈনিক মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক স্বাধীন বাংলার প্রথম পররাষ্ট্র মন্ত্রী প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদ এর জৈষ্ঠ্য পুত্র আজিজুস সামাদ ডন কে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য করায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগ এর সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও কার্যনির্বাহী কমিটি সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে আজ ৭ ই ডিসেম্বর বিকালে জগন্নাথপুর উপজেলা ও জগন্নাথপুর পৌর শাখা স্বেচ্ছাসেবক লীগ এর আয়োজনে এক বিশাল আনন্দ মিছিল পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ এর অন্যাতম নেতা শহীদুল ইসলাম বকুল, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক জয়দীপ সুত্র ধর বীরেন্দ্র, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি মোঃ মখছদ মিয়া, সাধারন সম্পাদক মোঃ মোতাহিদ,জগন্নাথপুর পৌর শাখা স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি পীর ছালিক আহমদ ডন,সাধারন সম্পাদক মোঃ কবির উদ্দিন ও আশারকান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আজির উদ্দীন সহ জগন্নাথপুর উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব জানান, আজ ৭ ই ডিসেম্বর রোজ সোমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সন্মেলনে কাউন্সিলরদের ক্ষমতাবলে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে আজিজুস সামাদ ডনকে কে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির হয়েছে। তার শ্রম প্রজ্ঞা দিয়ে আওয়ামী লীগ কে শক্তিশালী করতে তিনি ভূমিকা রাখবেন।
উল্লেখ্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদ ২০০৫ইং সালে মৃত্যু বরন করার পর থেকে অনেক চেষ্টা করেও দলীয় মনোনয়ন ও আওয়ামী লীগের কোন দায়িত্বশীল পদে স্হান পাননি। প্রতিটি সন্মেলনে তাঁর অনুসারীরা তাকে নিয়ে স্বপ্ন দেখে আবার হতাশ হয়। এবার হঠাৎ করে তাকে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT