সিলেট ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, জুন ১৪, ২০২০

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হারের উপর ভিত্তি করে গত ৬ জুন সারা দেশকে তিনটি ভাগে ভাগ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সিলেট বিভাগের ৪টি জেলাই রয়েছে রেড জোনের আওতায়।
করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় টানা ৭৭ দিন সাধারণ ছুটি শেষে সীমিত পরিসরে অফিস খোলা এবং গণপরিবহন চলাচলের নির্দেশণা জারির পর সিলেটে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উভয়ই বেড়েছে।
এ অবস্থায় ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি সংক্রান্ত সরকারি নির্দেশনার সময় শেষে সংক্রামক ব্যাধি আইনে সিলেটসহ রেড জোনের জন্য নতুন নির্দেশনার ইঙ্গিত পাওয়া গেছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে।
রোববার (১৪ জুন) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে বলেন, আমরা করোনা ভাইরাসের সংক্রমণের ভিত্তিতে জোনিং করেছি। অধিক সংক্রমিত এলাকাকে ‘রেড জোন’ ঘোষণা করে এসব স্থানে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি ঘোষণার প্রজ্ঞাপন জারি করা হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আজকেই এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হবে।
তিনি বলেন, রেড জোনে সাধারণ ছুটি থাকবে। যাতে মানুষ বাইরে না যায়, ভেতরে না আসে। সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের ব্যাপারে নির্দেশনা দেবে জনপ্রশাসন মন্ত্রণালয়। সাধারণ ছুটির প্রস্তাবনা করেছি, আশা করি আজকের মধ্যে দিতে পারবো। আর বেসরকারি অফিসের ছুটির বিষয়টি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্দেশনা জারি করা হবে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, আমরা স্পেসিফিক এরিয়া লকডাউন করবো। ১৪-২১ দিন লকডাউন থাকবে। সেখানে খাবার পৌঁছানো, অন্য রোগী থাকলে তার সেবা প্রাপ্তির জন্য কমিটি এবং হেল্প লাইন থাকবে। এছাড়াও করোনার বার্তা পেতে মোবাইল ট্রেসিং ও মোবাইল অ্যাপের ব্যবস্থা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT