সিলেট ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৮ পূর্বাহ্ণ, জুলাই ২৬, ২০২০
সোহেল আহমদ গোয়াইনঘাট থেকে::
সিলেটের গোয়াইনঘাটের বিভিন্ন সীমান্তে বাংলাদেশি নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ ও অনুপ্রবেশজনিত ঘটনায় হত্যা বন্ধে সমন্বিত বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন।
শনিবার (২৫ জুলাই) বিকেল ৩টায় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে বিছনাকান্দি জিরো পয়েন্ট এলাকায় প্রতিকী মানব দেয়াল তৈরি করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুস সাকিব, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুলতান আলী, সমাজ সেবা কর্মকর্তা আবু কাওসার, মৎস্য কর্মকর্তা আরেফিন ফাহিম, শিক্ষা কর্মকর্তা মো. ইকবাল মিয়া, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল আলী মাষ্টার, রুস্তমপুর ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন সিহাব, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, সিনিয়র সহ-সভাপতি মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়ক আজিজুল হাকিম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুজিবুর রহমান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান, সদস্য লুৎফুল হক, সুবাস দাস, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, গোলাম কিবরিয়া রাসেল, উপজেলা ছাত্রলীগ নেতা মারুফুল হাসান মারুফ ও স্থানীয় পাথর ব্যবসায়ী ফারুক আহমদ প্রমুখ।
জানা যায়, চলতি বছরের ২৩ মে থেকে এখন পর্যন্ত সিলেট জেলার গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী জনসাধারণ গরু ও সুপারি চোরাচালান, আনারস, কাঁঠাল চুরি ইত্যাদি কারণে সীমান্ত আইন লঙ্ঘন করে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে যাতায়াতের ঘটনা ঘটছে। সম্প্রতি বৃদ্ধি পেয়েছে এর মাত্রা।
গত ৩ মাসে এ ধরনের সীমান্ত অপরাধের কারণে ভারতীয় খাসিয়া নাগরিক ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে ৪ বাংলাদেশী নাগরিক নিহত ও আহত হয়েছেন অন্তত ৮ জন। এমন পরিস্থিতিতে সীমান্ত দিয়ে বাংলাদেশী নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ রোধে উপজেলা প্রশাসন সমন্বিত একটি টিম গঠন করে জনগণের মাঝে সচেতনতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়। এরই অংশ হিসেবে আজকে জিরো পয়েন্ট এলাকায় প্রতিকী মানব দেয়াল তৈরি করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT