সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও নাসির বিড়ি আটক

প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২১

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও নাসির বিড়ি আটক

 

তাহিরপুর প্রতিনিধি::

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অভিযানে সীমান্তে (ভারতীয় মদ এবং নাসির/জীবন বিড়ি) আটক।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চাঁনপুর বিওপির টহল দল ১৮ ফেব্রুয়ারি ১০ ঘটিকায় সীমান্ত পিলার ১২০১/৫-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ৪নং উত্তর বড়দল ইউনিয়নের রাজাই নামক স্থান হতে (৮৮) বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ১,৩২,০০০/- টাকা।

সুনামগঞ্জ সদর উপজেলার
বনগাঁও বিওপির টহল দল ১৮ ফেব্রুয়ারি ২:৩০ ঘটিকায় সীমান্ত পিলার ১২১৬/৩-এস এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সদর উপজেলার ২নং রংগারচর ইউনিয়নের চিনাউড়া নামক স্থান হতে (৩৮,৮০০) পিস ভারতীয় জীবন বিড়ি আটক করে, যার মূল্য ৬৫,৯৬০/- টাকা।

অপরদিকে বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর বিওপির টহল দল ১৯ ফেব্রুয়ারি ৪:৩০ ঘটিকায় সীমান্ত মেইন পিলার ১২০৭ এর নিকট হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বম্ভরপুর উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নের মাছিমপুর নামক স্থান হতে (০২)কেজি ভারতীয় গাঁজা এবং (০২) বোতল মদ আটক করে, যার মূল্য ১০,০০০/- টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লে-কর্নেল এর সত্যতা নিশ্চিত করে জানান
আটককৃত ভারতীয় গাঁজা ও মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় এবং জীবন বিড়ি শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV