২৬তম  রুস্তমপুর ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ১৩ ও ১৪ মার্চ

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২১

২৬তম  রুস্তমপুর ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল  ১৩ ও ১৪ মার্চ

সানোয়ার আলীঃ ২৬তম  রুস্তমপুর ফুটবল টুর্নামেন্ট ২০২০ এর অবশিষ্ট খেলা ২০২১ অনুষ্ঠিত পর্বের কোয়ার্টার ফাইনাল আগামী ১৩ ও ১৪ মার্চ  রুস্তমপুর মাঠে অনুষ্ঠিত হইবে।  ১৩ মার্চ বিকাল  ৩ টায় অনুষ্ঠিত খেলায় লড়াই হবে  দূরজয় স্পোর্টিং  ক্লাব  ( মাঝরগাও) বনাম  সুনালী অতিথ ( দক্ষিণ সুরমা)  ১৪ মার্চ বিকাল ৩ টায় মুখোমুখি হবে এফসি বয়ান অব বিরাহিমপুর বনাম এফসি বারসোলনা ( বিশ্বনাথ)।   এ উপলক্ষে অনুষ্ঠিত  অনুষ্ঠানে  প্রধানমন্ত্রীর অতিথি হিসেবে উপস্থিত থাকবেব দক্ষিণ সুরমা উপজেলা পরিষদে চেয়ারম্যান   মোহাম্মদ  আবু জাহিদ, সভাপতিত্ব করবেন  মকবুল হোসেন মাখন মিয়া, খেলা পরিচালনা করবেন জেলা স্টেডিয়ামের রেফারী গিয়াস উদ্দিন, খেলা পরিচালনা  কমিটির পক্ষে  মুহিত চৌধুরী, মুক্তাদির চৌধুরী, শামীম আহমদ,মোজাম্মেল হোসেন সানোয়ার আলী, মোঃআবুল মিয়া, শাহিন আহমদ মাসুম, আহমদ মিনু চৌধুরী প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV