কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপের রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২০

কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপের রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

দৈনিক সিলেটের দিনরা,
এস এম উমেদ আলীঃ
,
সামাজিক দায়বদ্ধতা থেকে ১৩ই সেপ্টেম্বর ২০১৯ সনে ঈদুল আযহায় দেশ ও প্রবাসের উদ্যমী যুবকদের সমন্বয়ে “সকলের ঐক্য সেবাই মোদের লক্ষ্য” স্লোগান কে সামনে রেখে গঠন করা হয় কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপ’নামে একটি সেচ্ছাসেবী সামাজিক সংগঠন!

অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠন কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপের প্রতিষ্ঠা বার্ষিকী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান ৮ ই অক্টোবর রোজ বৃহস্পতিবার বিকাল২ ঘটিকায় দিরাই উপজেলার মিলনগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয়!

এলাকার বিশিষ্ট মুরুব্বি হাজী নিম্বর খানের সভাপতিত্বে ও গ্রুপের উপদেষ্টা মেম্বার চানমিয়ার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন গ্রুপের এডমিন মোঃ দিদার আহমেদ!
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৯নং কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান তালুকদার, কুলঞ্জ গ্রামের কৃতি সন্তান কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপের উপদেষ্টা মোঃ আলাউর রাহমান আলা, জনতার কণ্ঠ ও কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপের উপদেষ্টা সামছুল ইসলাম আবাব, গ্রুপের এডমিন মোঃ আখলাক হুসাইন, গ্রুপের এডমিন এস এম উমেদ আলী, গ্রুপের মডারেটর মোঃ মিজানুর রহমান তালুকদার, মোঃ একরাম হুসাইন, সমাজসেবী মোঃ জাহাঙ্গীর চৌধুরী রিফাত,নাহার স্মৃতি পাঠাগার সভাপতি আলমগীর কিং,বিশিষ্ট ব্যবসায়ী মাওঃ ফয়জুল হাসান, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ নাজমুল হুদা কিবরিয়া, গ্রুপের মডারেটর সৈয়দ সাবের হুসেন বিজয়, গ্রুপের মডারেটর শাকির আলম প্রমুখ!
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়!

কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপের ২য় পর্বের রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন ফরিদ খান নোয়ারচরী, দ্বিতীয় স্থান অর্জন করেন সাইফুল কবীর! তৃতীয় স্থান অর্জন করেন ফাতিমা সাদিয়া বিনতে —
বিশেষ পুরস্কার পেয়েছিলেন যারা,মোঃ দিলোয়ার হোসেন,আনহার গাজী চৌধুরী!সুফিয়ান সর্দার মিলাদ,আল আমিন আহমেদ!

রচনা প্রতিযোগিতায় প্রথম বিজয়ী ১৫ হাজার টাকা, দ্বিতীয় বিজয়ী১০ হাজার টাকা এবং তৃতীয় বিজয়ীকে ৫ হাজার টাকা করে এবং বিশেষ পুরস্কার স্বরূপ ৪ জনকে পুরস্কৃত করা হয়!

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV