সিলেট ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৫
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর উপজেলা প্রতিনিধিঃ
জগন্নাথপুরের মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবীতে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে শংকর দে’র ছবি সহ নাম ব্যবহার করে বেশ কয়েকটি ফেইক (ভূয়া) আইডি খুলে অপপ্রচার চালানোর প্রতিবাদে বিশাল মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত কাদিপুর গ্রাম নিবাসী নিতাই দে এর ছেলে মরণ নেশা মাদক ও ক্যাসিনো ব্যবসায়ী নিউটন দে ও তার সহযোগী রাজন দে, মারুফ, শাদত, লিপটন সুত্রধর দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা নামক মাদক ব্যবসা ও অনলাইনে মোবাইল ফোনের মাধ্যমে ক্যাসোনী ব্যবসা চালিয়ে যাচ্ছিল। মরণঘাতী এই ব্যবসা বন্ধের লক্ষে একই গ্রামের বিশিষ্ট সমাজ সেবক শংকর দে সহ একাধিক তরুণ সমাজ সেবক এই মাদক ব্যবসায়ীদের চাপ প্রয়োগ করেন। এতে শংকর দে সহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তি বর্গের প্রতি ক্ষিপ্ত হয়ে উঠেছে কথিত মাদক ও ক্যাসোনী ব্যবসায়ীরা। এমনকি নিউটন দে ও তার সহযোগীরা শংকর দে এর ছবি দিয়ে ফেইসবুকে একাধিক ফেইক (ভুয়া) আইডি খোলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গের বিরুদ্ধে অহরহ অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এই অপপ্রচারে ভুক্তভোগী শংকর দে রীতিমতো অসহায় বোধ করছেন। এমনকি শংকর দে’কে নানাভাবে প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে ওরা। যার ফলশ্রুতিতে কাদিপুর গ্রামের সুশীল সমাজের জনসাধারণ অনেকটাই বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন। এসব আইডি থেকে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, কুরুচিপূর্ণ, কাল্পনিক, অপমানজনক ও মানহানিকর তথ্য উপস্থাপন করা হচ্ছে। এসব অপপ্রচারের কারনে কাদিপুর গ্রামের শংকর দে ও গণ্যমান্য ব্যক্তিরা বিব্রতকর অবস্থায় পড়েছেন। তাই মাদক ও ক্যাসোনী ব্যবসায়ী নিউটন দে সহ তার সহযোগীদের গ্রেপ্তারের দাবীতে ও ফেইসবুকে ফেইক আইডি দিয়ে অপপ্রচার চালানোর প্রতিবাদে ২৮ শে জুন রোজ শনিবার বিকাল পাঁচ ঘটিকার দিকে জগন্নাথপুর -তেলিকোনা (চন্ডিঢহর) সড়কের সংযোগ স্থাপনকারী কাদিপুর ব্রীজের উপরে কাদিপুর গ্রামবাসী ও সুশীল সমাজের ব্যানারে কাদিপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী মকসদ আলীর সভাপতিত্বে ও কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার কাদিপুর গ্রাম নিবাসী মোজাফফর আলী লিটন এর পরিচালনায় দুই শতাধিক জনসাধারণ এর উপস্থিতিতে বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন, সাদিপুর গ্রামের সালিসি ব্যক্তি জসিম উদ্দিন, ভুক্তভোগী শংকর দে, আলী হোসেন, সাদিপুর গ্রামের তরুণ সমাজ সেবক আব্দুস সালাম, আব্দুন নুর,রাজন মাস্টার, দীপন দে, কামাল, মিছবাহ, রুপক সুত্রধর, অসীম সুত্রধর, মাছুম, সুমন মিয়া ও বাবুল মিয়া প্রমুখ।মানববন্ধনে বক্তরা তাদের বক্তব্যে বলেন, মাদক ও ক্যাসিনো ব্যবসায়ী নিউটন দে ও তার সহযোগী রাজন দে, মারুফ, শাদত ও লিপটন সুত্রধর সহ তাদের একটি সংঘবদ্ধ দল রয়েছে। ওরা নানাভাবে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। যার ফলশ্রুতিতে যুবসমাজ তথা বয়োবৃদ্ধরাও বিপথগামী হয়ে পড়েছেন ও পড়ছেন। বক্তারা আরও বলেন, সম্ভবত মাদক ও ক্যাসোনী ব্যবসায়ীদের এই অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় সমাজ সেবক শংকর দে এর ছবি দিয়ে ফেইসবুকে ফেইক আইডি খোলে এবং বেশ কয়েকটি ফেইক (ভূয়া) আইডি থেকে কুরুচিপূর্ণ, মিথ্যা, বানোয়াট, কাল্পনিক তথ্য প্রচার করা হচ্ছে। এসব আইডি সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি কাদিপুর গ্রামের বাসিন্দা মাদক ও ক্যাসোনী ব্যবসায়ী নিউটন দে ও তার সহযোগী মারুফ, সাদাত, রাজন দে ও লিপটন সুত্র ধরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য স্থানীয় প্রশাসন সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতি জোরদাবী জানাচ্ছি। এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সমাজ সেবক শংকর দে’র ছবি দিয়ে ফেইক আইডি খোলে ও বেশ কয়েকটি ফেইক আইডি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গের বিরুদ্ধে মিথ্যা-বানোয়াট অপপ্রচার চালানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT