সিলেট ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৮ পূর্বাহ্ণ, আগস্ট ৬, ২০২০
লাদাখ সীমান্তের প্যাংগং লেকের কাছে গ্রিন টপ নামে একটি পাহাড় চূড়া রয়েছে। সেই চূড়া থেকে সেনা সরাতে কোনোভাবেই রাজি নয় চীন। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় সেনা কর্মকর্তার বরাতে ভারতীয় গণমাধ্যম জানায়, কৌশলগতভাবে ওই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সেখান থেকে প্যাংগং লেক সংলগ্ন এলাকায় ভারতীয় সেনার প্রায় সমস্ত গতিবিধির উপরেই নজর রাখতে পারছে চীনারা। আর সেই কারণেই ওই এলাকাটির দখলদারি ছাড়তে নারাজ তারা।
বুধবারই চীনের দিকে মলডোতে ভারত এবং চীনা সেনাবাহিনীর মধ্য কমান্ডার স্তরে পঞ্চম দফার বৈঠক শেষ হয়েছে। কিন্তু বৈঠকে হাজির চীনা প্রতিনিধিরা গ্রিন টপ থেকে বাহিনী সরানো নিয়ে প্রতিশ্রুতি দিতে রাজি হয়নি।
প্যাংগং লেকের উত্তর দিকে প্রায় ৫০০০ মিটার উচ্চতায় ঝোপ ঝাড়ে ঘেরা একটি পাহাড় চূড়া দখল করে রেখেছে চীনা বাহিনী৷ পূর্ব লাদাখে এখনও যেকটি জায়গার দখলদারি নিয়ে চীন এবং ভারতীয় সেনার মধ্যে মতবিরোধ রয়েছে, তার মধ্যে অন্যতম এই গ্রিন টপ।
গ্রিন টপ থেকে সহজেই প্যাংগং লেকের কাছে ধন সিং পোস্টের উপরে নজরদারি চালাতে পারছে চীনা সেনা এমনটাই অভিযোগ ভারতীয় সেনাকর্মকর্তাদের৷ সেখান থেকেই প্যাংগং লেকের আশেপাশে মোতায়েন বাহিনীর জন্য ভারতীয় সেনার লজিস্টিক হাব রয়েছে৷ ফলে গ্রিন টপ দখল করে রাখলে ভারতীয় সেনার গতিবিধির উপরে নজরদারি চালানো সহজ হবে৷
বৈঠকে চীনের সেনা কর্মকর্তারা যুক্তি দেন, ভারত ওই অঞ্চলে পরিকাঠামো এবং যোগাযোগ ব্যবস্থা তৈরি করে প্রকৃত নিয়ন্ত্রণরেখার স্থিতাবস্থা ভঙ্গ করেছে৷ তাই তাদের গ্রিন টপ দখল করে রাখাও যুক্তিযুক্ত৷ যদিও চীনের এই যুক্তি মানতে নারাজ ভারত৷ নয়াদিল্লির দাবি, পরিকাঠামো উন্নয়নে যে কাজই করা হচ্ছে, তা নিজেদের ভূখণ্ডেই করছে তারা৷
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT