দিরাইয়ের আকিলনগরে সেনাবাহিনীর অভিযানে নিহত ১ গ্রেফতার ২ জন

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, জুন ২২, ২০২৫

দিরাইয়ের আকিলনগরে সেনাবাহিনীর অভিযানে নিহত ১ গ্রেফতার ২ জন

 

দিরাই প্রতিনিধিঃ

দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের আকিলনগর গ্রামে আজ ২২শে জুন বিকালে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে জারলিয়া গ্রাম থেকে আকিলনগরের ২ জনকে গ্রেফতার করে, তারপর তারাপাশা গ্রামে অভিযান পরিচালনা করে আসামী ধরতে পারেনি,পরে গাদিয়ালা গ্রামে অভিযান চালায় সেনাবাহিনী!
আসামীরা জগন্নাথপুর উপজেলার গাদিয়ালা গ্রামে অবস্থান করায় সেনাবাহিনী গ্রাম ঘেরাও করে.মিলনগঞ্জ বাজার থেকে গুলির আওয়াজ শুনা যায়!
জানা যায়,আবু সাইদ (৩০) নামে এক যুবক গুলিতে মারা গেছে! নিহত আবু সাইদের বাড়ি দিরাই উপজেলার তারাপাশা গ্রামের তাজ মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, আবু সাইদ গাদিয়ালা গ্রামে ইলেকট্রনিকের কাজ করতো!

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV