সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, জুন ২২, ২০২৫
শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের দুই শিক্ষার্থীর বিরুদ্ধে সহপাঠী নারী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে বিচার দাবি ও সাইবার বুলিং বন্ধের আহ্বানে মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
রোববার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র ফয়সাল হোসেন বলেন, “এই জঘন্য অপরাধের দ্রুত তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে যারা এই ঘটনাকে ভিন্ন খাতে প্রভাহিত করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে সাইবার আক্রমণ চালাচ্ছে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।”
বিভাগীয় প্রধান অধ্যাপক আল আমিন বলেন, “বিশ্ববিদ্যালয় জ্ঞান অর্জনের স্থান, এখানে অপরাধীর কোন ঠাঁই নেই। যে ঘটনাটি ঘটেছে তা আমাদের সবার জন্যই লজ্জার। এমন কেউ আমাদের শিক্ষার্থী হতে পারে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত এসব অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা।” তিনি আরও বলেন, “আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা এবং মানসিক শান্তি বজায় রাখাই এখন অগ্রাধিকার। আমরা বিভাগীয়ভাবে যতটুকু পারি সহযোগিতা করব। যেসব ছাত্রী সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন, তাদের পাশে আছি এবং থাকব।”
মানববন্ধনে অংশগ্রহণকারী অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরাও একই দাবিতে সংহতি প্রকাশ করেন। অধ্যাপক আবদুল গণি, অধ্যাপক লায়লা আশরাফুন এবং চতুর্থ বর্ষের শিক্ষার্থী আমির হোসেনসহ অনেকে বক্তব্য রাখেন।
ধর্ষণ মামলায় অভিযুক্ত শান্ত তারা আদনান ও স্বাগত দাশ পার্থ গ্রেফতার হওয়ার পর থেকে সমাজবিজ্ঞান বিভাগের কিছু নারী শিক্ষার্থীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ও বিকৃত ছবি দিয়ে কুৎসা রটানো হচ্ছে। এসব ভুয়া পেইজ ও আইডি থেকে উদ্দেশ্যমূলক প্রচারণা চালানো হচ্ছে বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান বলেন, “সাইবার বুলিংয়ের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতোমধ্যে একজন শিক্ষার্থী লিখিত অভিযোগ জমা দিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ ব্যবস্থা নিতে কাজ করছে।”
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT